তাঁর আশা দ্রুত নির্মীয়মাণ কাজগুলি সম্পূর্ণ হবে এবং জমি হস্তান্তর হলেই রেললাইন পাতার কাজ শুরু হবে বালুরঘাট হিলি রেল প্রকল্পের। হিলি-বালুরঘাট প্রায় ৩০ কিলোমিটার প্রস্তাবিত নতুন রেলপথের কাজ এখনও শুরু হয়নি। এই রেলপথের প্রধান পাঁচটা ব্রিজের কাজ শুরু করেছে রেল দফতর বিগত ডিসেম্বর মাস থেকে।
advertisement
যে কাজ শুরু হয়েছে সেই সমস্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডের এই পরিদর্শন। এখনও পর্যন্ত রেল দফতরের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ২৯৮ কোটি টাকা দেওয়া হয়েছে। যার মধ্যে ৪০ কোটি টাকা খরচ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং জমিদাতাদের সেই টাকা দিয়েছে জমির ক্ষতিপূরণ বাবদ।
এদিকে বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের রেলপথের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক। তার জন্য হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের রেলের সঙ্গে কথা বলছেন ভারতীয় রেল মন্ত্রক। রেল সূত্রে খবর, আগামীতে বাংলাদেশের রেলপথের সঙ্গে যাতে হিলির রেলপথ যুক্ত করা যায়।
এমন ভাবনা নিয়েই হিলি স্টেশনের কাজ শুরু করতে চলেছে রেল। বালুরঘাট হিলি ৩০ কিলোমিটার রেল প্রকল্পের জন্য প্রয়োজন ৩৮৫ একর জমি এবং ক্ষতিপূরন বাবদ টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি রেল আধিকারিক সতীশ কুমার পান্ডের। রেল এখনও পর্যন্ত কোনও জমি হাতে পায়নি। জমি হাতে পেলেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
সুস্মিতা গোস্বামী