TRENDING:

Indian Railways: বড় খবর দিল রেল! বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক!

Last Updated:

বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের রেলপথের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: হিলি-বালুরঘাট রেল প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে বালুরঘাটে এলেন নর্থ ফ্রন্টিয়ার রেলের নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে। এদিন বালুরঘাট স্টেশন পরিদর্শন করার পর রেললাইন যাওয়ার জায়গাগুলো পরিদর্শন করেন তিনি।
advertisement

তাঁর আশা দ্রুত নির্মীয়মাণ কাজগুলি সম্পূর্ণ হবে এবং জমি হস্তান্তর হলেই রেললাইন পাতার কাজ শুরু হবে বালুরঘাট হিলি রেল প্রকল্পের। হিলি-বালুরঘাট প্রায় ৩০ কিলোমিটার প্রস্তাবিত নতুন রেলপথের কাজ এখনও শুরু হয়নি। এই রেলপথের প্রধান পাঁচটা ব্রিজের কাজ শুরু করেছে রেল দফতর বিগত ডিসেম্বর মাস থেকে।

আরও পড়ুন: ভরা সংসার নিয়ে সুখেই কাটছিল জীবন, হঠাত্‍ কী হল? তারাপীঠের ভিক্ষুক এই বৃদ্ধার উপার্জনের টাকা দিয়ে যা করেন…

advertisement

যে কাজ শুরু হয়েছে সেই সমস্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডের এই পরিদর্শন। এখনও পর্যন্ত রেল দফতরের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ২৯৮ কোটি টাকা দেওয়া হয়েছে। যার মধ্যে ৪০ কোটি টাকা খরচ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং জমিদাতাদের সেই টাকা দিয়েছে জমির ক্ষতিপূরণ বাবদ।

এদিকে বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের রেলপথের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক। তার জন্য হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের রেলের সঙ্গে কথা বলছেন ভারতীয় রেল মন্ত্রক। রেল সূত্রে খবর, আগামীতে বাংলাদেশের রেলপথের সঙ্গে যাতে হিলির রেলপথ যুক্ত করা যায়।

advertisement

এমন ভাবনা নিয়েই হিলি স্টেশনের কাজ শুরু করতে চলেছে রেল। বালুরঘাট হিলি ৩০ কিলোমিটার রেল প্রকল্পের জন্য প্রয়োজন ৩৮৫ একর জমি এবং ক্ষতিপূরন বাবদ টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি রেল আধিকারিক সতীশ কুমার পান্ডের। রেল এখনও পর্যন্ত কোনও জমি হাতে পায়নি। জমি হাতে পেলেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: বড় খবর দিল রেল! বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল