আরও পড়ুনঃ দিল্লিতে পরিচারিকার কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক গৃহবধূ! থানায় দ্বারস্থ শাশুড়ি
ট্রেনটি রয়েছে একটি সেতুর উপর। ঠিক কী হয়েছিল এদিন? ১৫৭০৪ ডাউন নিউ বঙ্গাইগাঁও–এনজেপি বিজি প্যাসেঞ্জার ট্রেনটি হঠাৎ থেমে যায় জলপাইগুড়ি রোড স্টেশনের কাছে তিস্তা নদীর সেতুতে। যান্ত্রিক ত্রুটিতে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। আর তখনই ভয়-শঙ্কা উপেক্ষা করে সহকারী চালক হামাগুড়ি দিয়ে ট্রেনের তলা দিয়ে গিয়ে সমস্যার উৎস খুঁজে বার করেন এবং তা মেরামত করেন।
advertisement
প্রায় ৪৫ মিনিট পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গেছে, ওইদিন জল্পেশ শ্রাবণী মেলা চলছিল। বহু ভক্ত সেই ট্রেনেই পুজো দিতে যাচ্ছিলেন। অভিযোগ, কোনও যাত্রী হয়তো নদীতে স্নানের উদ্দেশ্যে জোর করে ট্রেন থামিয়ে দেন। আর সেই সুযোগেই রেললাইনের পাশ দিয়ে বিপজ্জনকভাবে যাত্রীদের হাঁটাচলা শুরু হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি–ভিডিও।
এই ঘটনা যেমন সহকারী চালকের সাহসিকতার নিদর্শন, তেমনই যাত্রী নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তোলে। সেতুর উপর এই ধরনের যাতায়াত কতটা ঝুঁকিপূর্ণ তা ফের একবার সামনে আনল এই ঘটনা।রেলের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তবে কুমার সৌরভের মতো চালকদের উপস্থিত বুদ্ধির জেরে এদিন বড়সড় দুর্ঘটনা আটকানো সম্ভব হল!
সুরজিৎ দে