নিরঞ্জন সরকার চলতি বছর বিএসএফের ৩৯ ব্যাটেলিয়ানে অভিযোগ জানান যে, বাংলাদেশিরা অবৈধভাবে তাঁদের জমি দখল করেছে। এরপরই বিএসএফের ৯৩ ব্যাটেলিয়ানের কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেন। এ বিষয় নিয়ে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, বিএসএফ নিজেদের জমিকে আগলে রেখেছে। তবে, এই কাজে ভারত বাংলাদেশের সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজিবি। বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: শেষ টেস্টের আগেই বড় সিদ্ধান্ত নিলেন রোহিত! বড় কথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক!
বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়। স্বাভাবিকভাবেই এই সাফল্য ভারত সীমান্তের কৃষক পরিবারের জন্য একটি বড় স্বস্তির বার্তা হয়ে দাঁড়িয়েছে। ভারতের কৃষক আনন্দ সরকার বলেন যে বিএসএফের সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং যদি বিএসএফ না সাহায্য করতো তাহলে এই জমি তারা ফিরে পেত না এমনটাই মনে করছেন।
সুরজিৎ দে