শুধু জেলা নয়, আগামীতে দেশজুড়ে এই গ্রাম প্রিমিয়ার লীগ বিস্তার হবে বলে দাবি কর্তৃপক্ষের। এখান থেকেই তৈরি হওয়া ভাল খেলোয়াড়রা আগামীতে সুযোগ পাবেন রাজ্য এবং জাতীয় স্তরের ক্রিকেট খেলায়। তাই খেলোয়াড়দের গড়া থেকেই শক্তিশালী করে তুলতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে বুথ স্তরে খেলা এমন উদ্যোগ গ্রাম প্রিমিয়ার লিগের।
আরও পড়ুন- র্যাপিডো বাইকে চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
advertisement
গ্রাম প্রিমিয়ার লিগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রামীণ এলাকা এবং শহর এলাকায় পিছিয়ে পড়া ক্রিকেটপ্রেমীদের পেশাদার ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এমন চিন্তা ভাবনা। অনেকে স্বপ্ন দেখেন খেলার জগতে এগিয়ে যাওয়ার। তবে আর্থিক অনটন এবং পরিকাঠামোগত পদ্ধতি ও প্রশিক্ষণের অভাবের কারণে স্বপ্ন বাস্তবায়িত হয় না ক্রিকেটপ্রেমীদের। তাই পেশাগতভাবে ক্রিকেটপ্রেমীদের ক্রীড়া ক্ষেত্রে জায়গা করে তুলতে এই বিকল্প পদ্ধতিতে খেলা করানোর ব্যবস্থা করা হচ্ছে। গ্রাম এবং শহরের বুথ স্তরের বিভিন্ন ক্রিকেট প্রেমীরা তাদের ক্লাব অথবা ক্রিকেট দল তৈরি করে এই গ্রাম প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করতে পারবেন। এখান থেকে তৈরি হওয়া ভাল খেলোয়াড়দের আর্থিকভাবে বাৎসরিক সহায়তার ব্যবস্থা থাকছে। গ্রাম প্রিমিয়ার লিগের একাধিক স্তর রয়েছে। বুথ থেকে শুরু করে রাজ্য স্তরে তাদের খেলার সুযোগ থাকবে। এরপর গ্রাম প্রিমিয়ার লিগের ভাল ক্রিকেট খেলোয়াড়রা আগামীতে আইপিএল অথবা জাতীয় স্তরের ক্রিকেট খেলায় সুযোগ পাওয়ার উপযোগী হতে পারবেন।”
আজও অনেকে শখ এবং আনন্দ-ফূর্তি অথবা শরীরকে স্বাস্থ্যকর রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করেন। তবে এবারে শখ বা আনন্দ নয়, পেশাদার ক্রিকেটার হিসেবে স্বপ্ন দেখা ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন পূরণ হবে। গ্রাম প্রিমিয়ার লিগের এমন উদ্যোগ আগামীতে গ্রামীণ ক্রীড়া ক্ষেত্রে বিপ্লব আনবে বলে অভিমত ক্রিকেট প্রেমীদের।
জিএম মোমিন