Rapido Bike: র্যাপিডো চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Basirhat Monkey- বসিরহাটের ঘোড়ারাসের বাসিন্দা শেখ আজহারউদ্দিন মিলনের বাইকের পেছনে সেই হনুমানটি বসে ঘুরে বেড়াচ্ছে টাকি রোড ধরে। মিলন জানান, “ও নিজেই বাইকে উঠে বসে। আমি নামাতে পারিনি, মনে হচ্ছিল ওর পুরো বিশ্বাস আমার ওপর।”
বসিরহাটের টাকি রোডে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। বাইকের পেছনে দিব্যি বসে আছে এক হনুমান! বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত বেকি এলাকায় গতকাল এই ঘটনা নজরে আসে। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং স্থানীয়দের মুখে মুখে ঘুরতে থাকে। পথচলতি মানুষের চোখ কপালে, যেন সিনেমার কোনও দৃশ্য বাস্তবে দেখতে পেলেন সবাই।
advertisement
ঘটনার শুরু একটি অসুস্থ হনুমানকে ঘিরে। হঠাৎই সেই হনুমানটি আশ্রয় নেয় বেকি এলাকার এক ওষুধের দোকানে। দোকানে উপস্থিত গ্রামীণ চিকিৎসক আরফিন তাকে প্রাথমিক চিকিৎসা করেন। আশ্চর্যের বিষয়, চিকিৎসার পর হনুমানটি এলাকা ছেড়ে পালায়নি, বরং শান্তভাবে দোকানের আশপাশে ঘোরাফেরা করতে থাকে এবং মানুষের সঙ্গে একেবারে মিশে যায়।
advertisement
advertisement
advertisement








