দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক জুড়েই দীর্ঘদিন যাবৎ জলের সমস্যা রয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ক্ষেত্রে অনিয়ম সামনে আসতেই বাসিন্দাদের প্রতিবাদের দাবি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মোট তিনটি খাড়ির উপর দিয়েই একইভাবে জলের পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: সহজ পদ্ধতিতে ছাদ বাগানে চাষ করুন থাই প্রজাতির কামরাঙা! জানুন চাষের পদ্ধতি
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পানীয় জল প্রকল্পের পাইপলাইনের কাজ করার সময় এই খরস্রোতা খাড়িগুলিকে পার করতে পাইপলাইনের নীচে কাঠ ও বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়েছে। যেখানে কংক্রিটের পিলার দেওয়ার কথা। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজ শুরু করার সময় বরাত পাওয়া অবস্থাকে কাজের সিডিউল দেখানোর কথা বলার পরেও সেই সিডিউল দেখানো হয়নি। আর এখানেই স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন? কেননা খরস্রোতা খাড়ির মধ্যে দিয়ে অস্থায়ী এই বাঁশ কিংবা ডাল দিয়ে তৈরি করা খাচার উপর পাইপলাইন কতদিন টিকে থাকবে!
খাড়িতে সারা বছর জল থাকে না। কিন্তু যে সময়টুকু জল থাকে সেই সময় অত্যন্ত খরস্রোতা এই খাড়ি। যেখানে বাঁশ বা কাঠের মাচা খুব বেশিদিন টেকসই হবে না। ফলে পানীয় জলের মতন গুরুত্বপূর্ণ একটা প্রকল্পে কেন কংক্রিটের পিলার না করে গাছের ডাল, বাঁশ কিম্বা দড়ি দিয়ে অস্থায়ী মাচা তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।গ্রামবাসীদের অভিযোগ, এই কাজে ব্যাপক হারে কাট মানি খাওয়া হয়েছে। অবিলম্বে এই কাজ সঠিকভাবে না করলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানা যায়।
সুস্মিতা গোস্বামী





