ধীরেন দেব শর্মা জানান, এই ব্যবসা শুরু করতে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয়। তবে যদি বাড়ির আশপাশে জায়গা থাকে, তবে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি সংস্থা মারফত এই মুরগি চাষের জন্য লোন পাওয়া যায়। এবং সরকারের পক্ষ থেকে এই পোল্ট্রি ফার্মের ব্যবসার জন্য ২৫ শতাংশ লোনের ক্ষেত্রে সাবসিডিও দেওয়া হয়।
advertisement
বীরেন দেবশর্মা জানান, তাঁর পোল্ট্রি ফার্মে প্রায় ১৮০০ মুরগি রয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে এই মুরগিগুলো মারা যায়। তাই সঠিকভাবে এই মুরগিগুলোকে যত্ন করতে হবে। এবং খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের ওষুধপত্র মুরগিদের খাওয়াতে হবে।
আরও পড়ুন: ‘ত্রিদোষ প্রশমক’ আপনার ঘরের পাশেই! এই গাছের পাতা-ডাঁটা সর্বরোগহরা, জাদুকরী গাছ সারাবে মারণরোগ
দিন দিন চাহিদা বাড়ছে এই মুরগির। বর্তমানে বাজারে এই মুরগির ডিম দশ টাকা দরে বিক্রি হচ্ছে। জানা যায়, এই পোল্ট্রি মুরগি সাধারণত ১৮ থেকে ১৯ সপ্তাহ বয়সে ডিম দেওয়া শুরু করে। একটি মুরগি বছরে ২৮০টি ডিম দিলে ১৮০০ মুরগি ৫০৪,০০০টি ডিম দেয়। ও সেই ডিম ১০ টাকা দামে বিক্রি করলে বছরে কোটি কোটি টাকা আয় করা সম্ভব।
পিয়া গুপ্তা