TRENDING:

Jalpaiguri Famous Kachori: কড়া থেকে নামাতেই নিমেষে শেষ! জলপাইগুড়ির এই দোকানের কচুরির ফ্যান পাহাড় থেকে সমতল, ছয় দশক ধরে স্বাদ অটুট

Last Updated:

Jalpaiguri Famous Kachori Shop: পারদ যত নামছে ততই যেন টগবগ করে ফুটছে তেল। বিশ্বনাথের কচুরির টানে আজও ছুটে আসেন দূরদূরান্তের মানুষ। জলপাইগুড়ির দিনবাজার এলাকায় পিসি শর্মা মোড়ে একটি ছোট্ট দোকান কিন্তু তার খ্যাতি বিরাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পারদ যত নামছে ততই যেন টগবগ করে ফুটছে তেল। এই কনকনে ঠান্ডায় বাঙালি তেলে ভাজার স্বাদ নেবে না তা কি করে হয়। আর এখানেই মাত দেয় জলপাইগুড়ির বিশ্বনাথের কচুরি। বিশ্বনাথের কচুরির টানে আজও ছুটে আসেন দূরদূরান্তের মানুষ। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় পি সি শর্মা মোড়ে একটি ছোট্ট দোকান কিন্তু তার খ্যাতি বিরাট।
advertisement

নাম বললেই চেনে প্রায় প্রত্যেকেই ‘বিশ্বনাথের কচুরি’। জলপাইগুড়ি শহর তো বটেই, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি এমনকি শিলিগুড়ি থেকেও মানুষ ছুটে আসেন এই দোকানের কচুরির স্বাদ নিতে।ট্রেন বা বাসে নেমে কাউকে ‘বিশ্বনাথের কচুরির দোকান কোথায়?’ জিজ্ঞেস করলেই পথ দেখাতে এক মুহূর্তও দেরি হয় না। এতটাই জনপ্রিয়তা এই দোকান।

আরও পড়ুনঃ একঘেয়ে মিড ডে মিল থেকে ছুটি, মেদিনীপুরের স্কুলে স্কুলে ফুড ফেস্টিভ্যালের বিরাট আয়োজন! শালপাতায় মোড়া জঙ্গলমহলের স্বাদ

advertisement

সকাল ঠিক ৭টায় দোকান খোলে, আর রাত ১০টা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। ১৯৬৯ সাল থেকে প্রায় ছয় দশক ধরে একই স্বাদ, একই নিষ্ঠায় চলছে এই দোকান। কচুরির পাশাপাশি এখানকার শিঙাড়াও সমান জনপ্রিয়। একদিকে কড়াইয়ে টগবগ করে ভাজা হচ্ছে কচুরি, আর অন্যদিকে কড়াই থেকে নামতেই নিমেষে শেষ। দিনভর লাইন। কেউ অফিসে যাওয়ার আগে, কেউ স্কুল-কলেজের পথে, কেউ আবার দূর থেকে শুধু স্বাদের টানে আসছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রেলগেট বন্ধ হলে ১ ঘণ্টার ঝক্কি,দেবে-র আশ্বাসে পাঁশকুড়ায় এবার রেল যন্ত্রণা থেকে মুক্তি
আরও দেখুন

এই দোকান শুধু খাবারের জায়গা নয়, এটি জলপাইগুড়ির স্মৃতি ও আবেগের অংশ। অনেকের শৈশবের স্বাদ, অনেকের পারিবারিক আড্ডার ঠিকানা। এখন সময় বদলেছে, শহর বদলেছে, কিন্তু বদলায়নি বিশ্বনাথের কচুরির স্বাদ আর মানুষের ভালবাসা। জলপাইগুড়িতে এলে বিশ্বনাথের কচুরি না খেলে সফর যে অসম্পূর্ণ এ কথা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri Famous Kachori: কড়া থেকে নামাতেই নিমেষে শেষ! জলপাইগুড়ির এই দোকানের কচুরির ফ্যান পাহাড় থেকে সমতল, ছয় দশক ধরে স্বাদ অটুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল