পাড়ার মাঠে ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। সেখান থেকে ফুটবল দল নিয়ে বচসা শুরু। এরপর ধীরে ধীরে উঠতে শুরু করে নানান প্রসঙ্গ। অবশেষে বাড়ি ফিরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ বসানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
advertisement
প্রতিবেশীরা সূত্রে খবর, শুধু ফুটবল খেলার জন্য নয়, পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে হত্যা করেছে তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা যোগেন্দ্রপুর এলাকায়। জানা যায়, রবিবার রাতে ওই স্বামী-স্ত্রী দুজনই নৈশ ফুটবল টুর্নামেন্ট দেখে বাড়ি ফেরার সময় তাদের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে চলছিল ফুটবল দল নিয়ে বচসা। বাড়িতে ঢোকার পরেই পারিবারিক বিভিন্ন কারণ উঠে আসতে শুরু করে। এরপরই স্ত্রী নীলিমা বর্মনের গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান স্বামী সুরেশ বর্মন। রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। কর্তব্যরত চিকিৎসক মহিলার এমন অবস্থা দেখে বিষয়টি জানান ফালাকাটা থানার পুলিশকে।
হাসপাতালে ফালাকাটা থানার পুলিশ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ আসার পরেই জিজ্ঞাসাবাদ করলে সুরেশ বর্মন সব ঘটনা স্বীকার করে। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। নীলিমা বর্মনের মৃত্যু হয় হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য।