TRENDING:

Dakshin Dinajpur News: ব্যবসায়ীদের ধর্মঘটে টান পড়ছে সবজি থেকে মাছ-মাংসে

Last Updated:

বালুরঘাট ব্যবসায়ী সমিতি ৬ ডিসেম্বরর থেকে ধর্মঘট শুরু করেছে। এর ফলে সমস্যায় পড়েছে শহরের সাধারণ মানুষ। কাঁচা সবজি, মাছ-মাংসের যোগানে টান দেখা যাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: ব্যবসায়ীদের ধর্মঘট শুরু হতেই কাঁচা আনাজ থেকে মাছ-মাংসে টান পড়তে শুরু করেছে। অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দিয়ে আন্দোলনে নেমেছে বালুরঘাটের ব্যবসায়ীরা। শুধু বালুরঘাট শহর নয়, আশেপাশের এলাকাতেও বাজার বন্ধের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। শহর জুড়ে মাইকিং করে ধর্মঘটের কথা প্রচার করা হচ্ছে।
advertisement

আরও পড়ুন: ফুলকপি চাষে দ্বিগুণ লাভ হওয়ায় চওড়া হাসি কৃষকদের মুখে

উল্লেখ্য, করোনা কালে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য তহবাজার থেকে আলাদা হয়েছিল কৃষক বাজার। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই খুচরো ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা ফের তহবাজারে ফিরে যান। কিন্তু কৃষক বা পাইকাররা ওই রাস্তা থেকে উঠে আর ফেরত যাননি তহবাজারে। বরং প্রতিদিন সকালে প্রায় দু’ঘণ্টার জন্য রাস্তার উপর বাজার বসে। এই অস্থায়ী বাজারে কৃষক বা পাইকারদের সংখ্যা ক্রমশ‌ই বৃদ্ধি পেয়েছে।

advertisement

প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেই গত সেপ্টেম্বরে হওয়া বৈঠকে খুচরো ব্যবসায়ীরা লক্ষ্মীপুজো পর্যন্ত ওই কৃষকদের মূল বাজারে ফিরে আসার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপরেও কৃষকরা তহবাজারে না ফিরে আসায় বালুরঘাট ব্যবসায়ী সমিতি ৬ ডিসেম্বরর থেকে ধর্মঘট শুরু করেছে। এর ফলে সমস্যায় পড়েছে শহরের সাধারণ মানুষ। কাঁচা সবজি, মাছ-মাংসের যোগানে টান দেখা যাচ্ছে।

View More

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই ধর্মঘটে যোগ দিয়েছে বালুরঘাট শহর ও আশপাশ এলাকার প্রায় ১৫ টি বাজারের সবজি ব্যবসায়ীরাও। পাশাপাশি মাছ, মাংস এমনকি স্টেশনারি দোকান সহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অবিলম্বে ওই কৃষক ও পাইকারদের তহবাজারে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন সকলে। এখন প্রশাসন কী পদক্ষেপ করে সেই দিকেই তাকিয়ে সবাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: ব্যবসায়ীদের ধর্মঘটে টান পড়ছে সবজি থেকে মাছ-মাংসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল