আরও পড়ুনঃ ৭দিনে মারকাটারি ফিগার! জলে মেশান এক চিমটে ‘এই’ মশলা! আর টাটা বলুন থলথলে মেদকে
বর্তমানে রাজ্যের প্রতিটি প্রান্তের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বহু দুস্থ গরিব মহিলা এই প্রকল্পের সুবিধা পাওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে। মাঝে একাধিকবার পরিবর্তন হয়েছে এই প্রকল্পের পরিষেবার। প্রথমে লক্ষী ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা করে প্রদান করা হত মহিলাদের। তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের টাকার পরিমান বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সাধারণ মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা ১২০০ টাকা করে প্রতিমাসে পাচ্ছেন। এবার আরও পরিবর্তন করলেন লক্ষী ভান্ডার প্রকল্পের। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করলেন, এবার থেকে লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা মৃত্যুর আগে পর্যন্ত মিলবে। অর্থাৎ বয়সের কোন কারণ থাকলোনা। ৬০ বছরের পরেও এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা।
advertisement
আরও পড়ুনঃ সব মাথাব্যাথা নয়, ‘এরকম’ ব্যাথা হলেই ছুটে যান ডাক্তারের কাছে! বড় কিছুর ইঙ্গিত হতে পারে কিন্তু
মূখ্যমন্ত্রীর এমন ঘোষণায় মহিলাদের অনেকটাই সুবিধা হল। সারাজীবন লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা মিলবে। ৬০ বছর পর আর অন্য কোন ভাতার প্রয়োজন পড়বে না। এমনকি যদি এখনও কোন মহিলা এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন। নতুন করে আবার প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সরকারি ভাবে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। ২৪ জানুয়ারি থেকে এই শিবির শুরু হচ্ছে। শিবিরে গিয়ে আবেদন করা যাবে লক্ষী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের।
হরষিত সিংহ