TRENDING:

HS Exam: উচ্চ মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়ে বিরাট ব্যবস্থা, লাখ-লাখ পরীক্ষার্থীর জন্য বড় খবর

Last Updated:

HS Exam: ইতিমধ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। পর্ষদের পক্ষ থেকে জেলায় জেলায় বৈঠক করা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এই প্রথম উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে। প্রশ্নপত্র ফাঁস রুখতে এই নিয়ম চালু করার সিধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। বিগত বছর গুলিতে উচ্চ মাধ্যমিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। সেই থেকেই আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এছাড়াও পরীক্ষা কেন্দ্র মোবাইল বা যে কোন ধরণের গেজেট নিষিদ্ধ রয়েছে। তারপরেও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার রুখতে রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর ও মেটার ডিটেক্টর ব্যবহার করা হবে।
advertisement

ইতিমধ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। পর্ষদের পক্ষ থেকে জেলায় জেলায় বৈঠক করা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে। মালদহে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠক। বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়গুলি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদহের কিছু ঘটনা ঘটায় স্পর্শকাতর অঞ্চল হিসাবে চিহ্নিত এই জেলা। তাই মালদহ জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্রকে বাড়তি নজরদারি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন পর্ষদের কর্তারা।

advertisement

আরও পড়ুন: আদালতের এক নির্দেশেই মাথায় হাত জ্যোতিপ্রিয়র! কড়া নজর ইডি-র, কে এল-কে গেল?

সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে এই বছর বেশ কিছু নতুন নিয়ম ইতিমধ্যে চালু করা হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য এই বছর থেকে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে। তবে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত বিষয়ে সিরিয়াল নম্বর বসানো হচ্ছে না আগামী বছরের পরীক্ষায়। উচ্চ মাধ্যমিকে মোট ৬০ বিষয় রয়েছে। তার মধ্যে ১৩ টি ভোকাসনাল। বাকি বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ ১৪ টি বিষয়ের প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে এই বছর। প্রশ্নপত্রের ফাঁস রুখতেই এমন উদ্যোগ।

advertisement

View More

আরও পড়ুন: বাংলার বিজেপিকে সতর্ক করুন, অমিত শাহের কাছে দাবি তুলল তৃণমূল!

উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে জেলায় জেলায় প্রস্তুতি বৈঠক করা হচ্ছে। প্রশাসনিক কর্তা আধিকারিক থেকে শুরু করে পুলিশ পরীক্ষার দায়িত্বে থাকা সকলকে নিয়ে এই বৈঠক হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পরিকল্পনা হয়েছে। এই বছর প্রথম উচ্চ মাধ্যমিকের ১৪ টি বিষয় প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসাবে এমন সিদ্ধান্ত।

advertisement

এই বছরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর ওয়েব সাইটে আবলোড করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।‌ পরীক্ষার পর আরো দ্রুত ফলাফল প্রকাশ করার উদ্যোগ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

—- হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
HS Exam: উচ্চ মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়ে বিরাট ব্যবস্থা, লাখ-লাখ পরীক্ষার্থীর জন্য বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল