TMC Vs BJP: বাংলার বিজেপিকে সতর্ক করুন, অমিত শাহের কাছে দাবি তুলল তৃণমূল!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC Vs BJP: তাপস রায়ের সংযোজন, ''আমরা সংবিধান সম্মত, আইন সম্মত ও বিধানসভার রীতি মেনেই অধ্যক্ষকে লিখিত মারফত তাই জানিয়েছি।''
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সতর্ক করুন বঙ্গ বিজেপিকে। ফের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ”অমিত শাহের ফ্লপ সভা ঢাকতে গতকাল ফের জাতীয় সঙ্গীত অবমাননা করা হয়েছে৷ দেশবিরোধী কাজ করা হয়েছে৷ যা নিয়ে বিজেপির কেন্দ্র বা রাজ্যের কোনও নেতা ক্ষমা অবধি চাইলেন না৷ একটা কদর্য কাজ করছেন৷ অমিত শাহের উচিত এদের সতর্ক করা, নিন্দা করা৷ অমার্জনীয় অপরাধের জন্য যেন ক্ষমা চায়। এই স্পর্ধা,ঔদ্ধত্য। জাতীয় সঙ্গীত অবমাননা করার৷ জঘন্য রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিবাদ আমরা করছি৷ মানুষ যেন সমুচিত জবাব দেয়।”
তাপস রায়ের সংযোজন, আমরা সংবিধান সম্মত, আইন সম্মত ও বিধানসভার রীতি মেনেই অধ্যক্ষকে লিখিত মারফত তাই জানিয়েছি। স্পিকার সচিবালয় মারফত জানিয়েছেন পুলিশকে। প্রয়োজনে প্রস্তাব নেওয়া হতে পারে। গতকাল ৬-৭ জনের নামে অভিযোগ করেছি৷”
advertisement
এরপরই শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল নেতা বলেন, ”শুভেন্দুর ট্যুইটের প্রতিক্রিয়া জানাতে আমার রুচিতে বাঁধে৷ ওদের দলে একটা দ্বন্দ্ব বাড়ছে৷ ওদের বোধহয় চাপ হয়েছে, কে কত বড়, সেটা বোঝাতে কদর্য শব্দ ব্যবহার করো৷ দিলীপ বড় না সুকান্ত বড় না শুভেন্দু বড় সেটা জাহির করার প্রচেষ্টা চলছে। গত ২০ বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতেন দু’বেলা। একটা মানুষের নিজের সংস্কৃতি থাকে৷ মাতৃসমা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন শব্দ৷ বাংলার মানুষ জবাব দিতে তৈরি হচ্ছে।
advertisement
এদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক সুমনের কাঞ্জিলালের নামও রয়েছে তৃণমূলের অভিযোগ পত্রে। সেই প্রসঙ্গে তাপস রায় বলেন, ”যাতায়াতের সময় বোধহয় কেউ ওদিকে দেখে ফেলে তাঁকে৷ আমি যতদূর জানি, সুমন বোধহয় বিজেপিতে নেই৷ পরিষদীয় দল ওর সঙ্গে কথা বলেছে৷ অভিযোগ হলেই তদন্ত হয়৷ সেক্ষেত্রে নিশ্চয়ই উঠে আসবে৷”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 12:26 PM IST