Jyotipriya Mallick News: আদালতের এক নির্দেশেই মাথায় হাত জ্যোতিপ্রিয়র! কড়া নজর ইডি-র, কে এল-কে গেল?
- Written by:Onkar Sarkar
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Jyotipriya Mallick News: আদালত ইডির দাবি মেনে নিয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে, সেখানে সিসিটিভি বসাতে এবং তার লিঙ্ক ইডিকেও দিতে, যাতে ইডি নজরদারি চালাতে পারে।
কলকাতা: এসএসকেএম হাসপাতালে ভর্তি রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তাঁকে সিসি ক্যামেরার নজরদারিতে রাখার নির্দেশ দিল আদালত। জেল সুপারকে আদালতের কড়া নির্দেশ, নজরদারির ভিডিয়ো ফুটেজ দিতে হবে ইডির তদন্তকারী অফিসারের হাতেও। জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজতের আবেদন করার সঙ্গে সঙ্গে গতকাল ইডি আদালতে বলেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী ব্যক্তি। হাসপাতালে কারা আসছেন দেখা করতে, তার উপরে কোনও নিয়ন্ত্রণ নেই। তাই এসএসকেএম হাসপাতালে সিসিটিভি-র নজরদারিতে যেন জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলে।
আদালত ইডির দাবি মেনে নিয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে, সেখানে সিসিটিভি বসাতে এবং তার লিঙ্ক ইডিকেও দিতে, যাতে ইডি নজরদারি চালাতে পারে। সেই মতো শুক্রবার জেলের তরফে একটি টিম এসএসকেএম হাসপাতালে যায় ক্যামেরা বসাতে।
advertisement
advertisement
গ্রেফতার হওয়ার পর জেল হেফাজত হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। গত সোমবার রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে মেডিক্যাল বোর্ড।
advertisement
বৃহস্পতিবার আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী শ্যামল ঘোষ জানান, তিনি জানেন না, তাঁর মক্কেল কেমন আছেন। জ্যোতিপ্রিয়র বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। জানতে চান, মন্ত্রীর কী চিকিৎসা করা হচ্ছে। পাল্টা ইডির আইনজীবীও দাবি করেন, তাঁরাও জানতে পারছেন না, হাসপাতালে কী অবস্থায় রয়েছেন জ্যোতিপ্রিয়। পাশাপাশিই, বনমন্ত্রীকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতোই ‘প্রভাবশালী’ বলেই দাবি করেছে ইডি। সেই কারণে তাঁকে নজরদারিতেও রাখার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2023 11:33 AM IST









