সাধারণ দু’টি আয়নাকে পাশাপাশি রেখে গাণিতিক পদ্ধতি ব্যবহার করে ‘জাদু আয়না’ বানিয়েছেন দুই কলেজ পড়ুয়া। আয়না প্রস্তুতকারক এক কলেজ পড়ুয়া নার্গিস পারভিন জানান, “এই আয়নার মাধ্যমে ছবি গঠনের একাধিক প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। যেখানে একটি জিনিসকে একাধিক দেখাবে। আবার কোনও ব্যক্তি এই আয়নার সামনে দাঁড়ালে অন্য ব্যক্তি ও অন্য বস্তু দেখতে পেলেও নিজেকে দেখতে পাবেন না।”
advertisement
আরও পড়ুনঃ ক্যানিংয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক পথকুকুর! একের পর এক শতাধিক মানুষকে কামড়, এলাকায় আতঙ্কের পরিবেশ
আরেক কলেজ পড়ুয়া প্রদীপ পাল জানান, “স্কুলের বিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন সূত্রকে বাস্তবে প্রমাণিত করতে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। স্কুল পড়ুয়াদের কাছে দু’টি আয়না দিয়ে ‘ম্যাজিক মিরর’ এবং কাঁচের লেন্সগুলোর ব্যবহার ইত্যাদি একাধিক বিষয় তুলে ধরা হচ্ছে। তাঁরা নিজেরাই যেন বাড়িতে এই ‘ম্যাজিক মিরর’ বা আলোর প্রতিফলন সূত্র ব্যবহার করে দেখতে পারেন তা হাতেকলমে শেখানো হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, মালদহ রামকৃষ্ণ মিশনে তিনদিন ব্যাপী জেলা শিশু বিজ্ঞান উৎসব উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনী অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক একাধিক কার্যকলাপ দেখানো হয়। যেখানে হাতেকলমে বিজ্ঞান চর্চা, মহাকাশ পর্যবেক্ষণ, প্রকৃতি পর্যবেক্ষণ, মডেল ও চার্ট প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি বিশিষ্ট বিজ্ঞানীদের মুখোমুখি হয়ে কুসংস্কার বিরোধী এবং বিজ্ঞানমনস্ক আলোচনায় সমৃদ্ধ হন স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ।





