যে সকল অর্কিড আমাদের দেশের আবহাওয়ার জন্যে উপযুক্ত এবং আলো-ছায়া পরিবেশে বেড়ে উঠতে পারে এমন অর্কিড গাছ লাগানো যেতে পারে ঘরের বারান্দায় বা ছাদে। অর্কিড সাধারনত দু ধরনের যথা এপিফাইটিক বা পরজীবি এবং টেরেস্ট্রিয়াল বা যেগুলো মাটিতে জন্মায়। তবে ঘরের বারান্দায় অর্কিড চাষের জন্য টেরেস্ট্রিয়াল অর্কিডই উপযুক্ত কারন এর চাষ বা পরিচর্যা করা সুবিধাজনক। নার্সারী থেকে গাছ কেনার আগে জেনে নিন সেই গাছ ঘরে চাষ করা যাবে কিনা।
advertisement
কৃষি বিশেষজ্ঞ দীপন মণ্ডল বলেন, ‘‘ টব, গামলা অথবা ঝুলন্ত টবে চাষ করা যেতে পারে ফুল। প্রথমে এগুলোর যেকোনও একটি ভেতরে তলদেশে কয়লা, খোয়া টুকরো দিয়ে দিতে হবে এবং এর উপরে নারকেলের ছোবড়া টুকরো অথবা আম গাছের বাকল ছড়িয়ে দিতে হয়। তারপর সবার উপরে পাতা পচা সার ও হাড়ের গুঁড়ো মিশ্রিত মাটি দিয়ে টব ভর্তি করে তার উপর অর্কিডের চারা এমনভাবে স্থাপন করতে হয় যেন শেকড়গুলো ছড়িয়ে থাকে।এরপর প্রয়োজন মত জল দিতে হবে। তবে অতিরিক্ত জল প্রয়োগ করা উচিত নয়।’’
এখন প্রায় সারা বছর ধরেই অর্কিড ফুল উৎপাদন সম্ভব। বিভিন্ন প্রজাতি থাকার কারণে অর্কিডের ফুল সারা বছরই বাজার জাতকরণ সম্ভব। গাছ লাগানোর এক বছরের মধ্যেই ফুল আসে। তবে কোন ধরণের অর্কিড গাছ লাগাবেন তা সম্পূর্ণই আপনার পছন্দের উপর নির্ভর করে।
তবে গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে সেগুলির যত্ন ও পরিচর্যা যেন আপনার জন্যে সহজ হয়। যে গাছে তাড়াতাড়ি ফুল ফোটে এবং যে সব অর্কিড ফুলের স্থায়িত্ব বেশিদিন সেগুলি নিতে পারেন। এই ক্ষেত্রে পরিচিত কারও সাহায্য নিতে পারেন যার নিজের অর্কিড বাগান আছে।
অনির্বাণ রায়