TRENDING:

Money: বাড়ির ছাদে লাগান এই ফুল, হবে লাখ লাখ আয়! কীভাবে চাষ করবেন জানুন

Last Updated:

এখন প্রায় সারা বছর ধরেই অর্কিড ফুল উৎপাদন সম্ভব। বিভিন্ন প্রজাতি থাকার কারণে অর্কিডের ফুল সারা বছরই বাজারজাতকরণ সম্ভব। গাছ লাগানোর এক বছরের মধ্যেই ফুল আসে।

advertisement
শিলিগুড়ি: ফুলের রাজ্যে অর্কিড এক অনন্য ফুল। এর খ্যাতি বিশ্বজোড়া। আকর্ষণীয় রং, বিভিন্ন ধরনের গড়ন, ফুলদানিতে দীর্ঘ স্থায়িত্বকাল ও সুগন্ধ এসব মিলে অর্কিড এখন সবার ওপরে। যে কারণে পৃথিবীর সব জায়গাতেই এর সমাদর। সাধারণত গ্রীন হাউজ বানিয়ে সেখানেই অর্কিড ফার্মিংয়ের কথা শোনা যায়। তবে খুবই সামান্য খরচায় এখন আপনি বাড়ির টবে সেই অর্কিড চাষ করতে পারবেন।
advertisement

যে সকল অর্কিড আমাদের দেশের আবহাওয়ার জন্যে উপযুক্ত এবং আলো-ছায়া পরিবেশে বেড়ে উঠতে পারে এমন অর্কিড গাছ লাগানো যেতে পারে ঘরের বারান্দায় বা ছাদে। অর্কিড সাধারনত দু ধরনের যথা এপিফাইটিক বা পরজীবি এবং টেরেস্ট্রিয়াল বা যেগুলো মাটিতে জন্মায়। তবে ঘরের বারান্দায় অর্কিড চাষের জন্য টেরেস্ট্রিয়াল অর্কিডই উপযুক্ত কারন এর চাষ বা পরিচর্যা করা সুবিধাজনক। নার্সারী থেকে গাছ কেনার আগে জেনে নিন সেই গাছ ঘরে চাষ করা যাবে কিনা।

advertisement

আরও পড়ুন: প্রেশার কুকারে রুটি! ৩ মিনিটে হয়ে যাচ্ছে ২০ খানা…সেঁকার ঝক্কি শেষ, একবার জেনে নিলেই বাঁচবে অনেক সময়

কৃষি বিশেষজ্ঞ দীপন মণ্ডল বলেন, ‘‘ টব, গামলা অথবা ঝুলন্ত টবে চাষ করা যেতে পারে ফুল। প্রথমে এগুলোর যেকোনও একটি ভেতরে তলদেশে কয়লা, খোয়া টুকরো দিয়ে দিতে হবে এবং এর উপরে নারকেলের ছোবড়া টুকরো অথবা আম গাছের বাকল ছড়িয়ে দিতে হয়। তারপর সবার উপরে পাতা পচা সার ও হাড়ের গুঁড়ো মিশ্রিত মাটি দিয়ে টব ভর্তি করে তার উপর অর্কিডের চারা এমনভাবে স্থাপন করতে হয় যেন শেকড়গুলো ছড়িয়ে থাকে।এরপর প্রয়োজন মত জল দিতে হবে। তবে অতিরিক্ত জল প্রয়োগ করা উচিত নয়।’’

advertisement

View More

এখন প্রায় সারা বছর ধরেই অর্কিড ফুল উৎপাদন সম্ভব। বিভিন্ন প্রজাতি থাকার কারণে অর্কিডের ফুল সারা বছরই বাজার জাতকরণ সম্ভব। গাছ লাগানোর এক বছরের মধ্যেই ফুল আসে। তবে কোন ধরণের অর্কিড গাছ লাগাবেন তা সম্পূর্ণই আপনার পছন্দের উপর নির্ভর করে।

আরও পড়ুন: শীতে হার্ট অ‍্যাটাক থেকে বাঁচাবে, শিরায় জমা কোলেস্টেরলকে গলিয়ে বের করে দেবে! এই চা-ই ‘ওষুধের খনি’, কীভাবে বানাবেন? জেনে নিন

advertisement

তবে গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে সেগুলির যত্ন ও পরিচর্যা যেন আপনার জন্যে সহজ হয়। যে গাছে তাড়াতাড়ি ফুল ফোটে এবং যে সব অর্কিড ফুলের স্থায়িত্ব বেশিদিন সেগুলি নিতে পারেন। এই ক্ষেত্রে পরিচিত কারও সাহায্য নিতে পারেন যার নিজের অর্কিড বাগান আছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Money: বাড়ির ছাদে লাগান এই ফুল, হবে লাখ লাখ আয়! কীভাবে চাষ করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল