জলপাইগুড়ির মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে বলেই প্রথম থেকেই জানিয়েছিলেন চিকিৎসকদের একাংশ। অনেকটাই স্বাভাবিকের পথে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। দূর থেকে রোগীরা আসছেন চিকিৎসা করাতে,চিকিৎসকেরাও সুষ্ঠভাবেই চিকিৎসা করছেন রোগীদের। রোগীদের পরিবার পরিজনের কাছ থেকেও এদিন মিলল ইতিবাচক প্রতিক্রিয়া। এদিন বর্তমান হাসপাতালের পরিষেবায় খুশি প্রকাশ করলেন রোগীরা।
কর্তব্যরত চিকিৎসক জানান,আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সঠিক পরিষেবা দিয়ে যাচ্ছি। তবে হতাশার সুরে জানান, হাসপাতালে পরিষেবা দিতে গিয়ে মাঝেমধ্যে নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের কাছে। এই প্রসঙ্গে মেডিকেল কলেজের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেনডেন্ট ড: সুরজিৎ সেন জানান,”পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে তুলনায় চিকিৎসক কম থাকায় কিছুটা পরিষেবায় বিঘ্ন হচ্ছে ঠিকই। দ্রুত সেই সমস্যাও কেটে যাবে।”
advertisement
আরও পড়ুনঃ General Knowledge: বলুন তো, পৃথিবীতে কার হার্ট সবথেকে বড়? ওজন ও আকার জানলে চমকে যাবেন
উত্তপ্ত পরিস্থিতি শুরু হওয়া থেকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজে ইমারজেন্সি পরিষেবা স্বাভাবিক ছিল। আউটডোর পরিষেবায় খানিক ব্যাঘাত ঘটেছিল কিছুদিন। তবে ধীরে ধীরে পরিস্থিতির স্বাভাবিক হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে।
সুরজিৎ দে





