আরও পড়ুন: বাবা স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে নিজেকে শেষ করে দিল সপ্তম শ্রেণির ছাত্র
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভার্নোবাড়ি চা বাগান শীতের ভোররাতে হাতির তাণ্ডবে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হাতি এসে চা বাগানের বাসিন্দা কুন্দন গোয়ালা, সঞ্জয় কুজুর, ললিত ওরাঁও ও নীলু কুজুর এই চার শ্রমিকের ঘর ও ধনেশ্বর ওঁরাওয়ের দোকান তছনছ করে দেয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হাতির তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা সূত্রধর। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে নিয়মমাফিক আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। আহত ব্যক্তি লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী জানান, আমরা প্রতিনিয়ত টহল দিচ্ছি। কুয়াশাঘেরা রাতে কখন হাতির দল চলে আসে বোঝা যায় না। আমাদের সতর্ক নজর রয়েছে।
অনন্যা দে