নিজস্ব জমি না থাকায় রাজ্যের একাধিক প্রকল্প থেকে আজও বঞ্চিত প্রচুর দু:স্থ ও সাধারণ মানুষ। যা ইতিমধ্যেই নজরে এসেছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবার ওইসব বঞ্চিত মানুষকে পাট্টা প্রদানে তৎপর হয়েছে পুরসভা।
আরও পড়ুন: পরনে শাড়ি-মাথায় ঘোমটা, দলে-দলে ছেলেরা এই সাজে যাচ্ছেন কোথায়! দূরদূরান্ত থেকে দেখতে আসছে
advertisement
বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুলকান্তি ঘোষ জানান, “আরবান এলাকায় সরকারি জমিতে বসবাসকারী বাসিন্দাদের পাট্টা দেওয়া হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর প্রক্রিয়া শুরু হয়েছে। শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে প্রায় সবগুলোতে সার্ভের কাজ হয়েছে। আর কিছু প্রক্রিয়া বাকি আছে। সার্ভে প্রক্রিয়া সম্পূর্ণ হলেই স্ক্রুটিনি করা হবে। এরপর তা জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্যের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। সেখান থেকে পাট্টা হয়ে আসবে যোগ্য আবেদনকারীদের। তাহলে ভূমিহীনরা সরকারি প্রকল্পের আওতায় আসতে পারবেন।”
আরও পড়ুন: ছেলেটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না…উল্টো করে ঝুলিয়ে ইলেক্ট্রিক শক! কোথায় কিশোর? কী বলছে শাহ
পুরসভা তরফে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে পাট্টার আবেদন জমা ও প্রক্রিয়ার কাজ শুরু হয়। পাট্টা পাওয়ার জন্য শহরের ২৫ টি ওয়ার্ডে ৪০০ এর বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১, ২, ৩, ৫, ১৩, ১৪, ১৫, ১৭ নম্বর ওয়ার্ড ছাড়াও আরও কিছু ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন। আবেদনকারীদের দখলে থাকা জমির প্রকার, বসবাসের সময়সীমা পরিদর্শনের মাধ্যমে দেখা হচ্ছে। এমনকি জমির পরিমাণ, বিদ্যুৎ ব্যবস্থা, সরকারি সুবিধার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে মাপজোক, স্কেচ ম্যাপ এই কাজগুলি করছে পুরসভা ও ভূমি দফতর। খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। তারপরেই মিউনিসিপ্যাল এক্ট-এর মাধ্যমে ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে। আবাস সহ অনান্য সরকারি প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে আনতেই এই উদ্যোগ।