TRENDING:

Buxa Tourism Problem: আজও বাতিল বক্সার সমস্ত বুকিং! মঙ্গলবার থেকে আদৌ পর্যটকদের জন্য খুলবে হোটেল-হোমস্টে? কী চলছে আদালতে জানুন

Last Updated:

Buxa Tourism in Big Trouble: বড়দিন ও নতুন বছর সামনেই। এই সময়ে ভিড় উপচে পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থান গুলিতে। কিন্তু এবারে এখানকার ছবি সম্পূর্ণ আলাদা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বড়দিন ও নতুন বছর সামনেই। এই সময়ে ভিড় উপচে পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থলগুলিতে। কিন্তু এবারে এখানকার ছবি সম্পূর্ণ আলাদা। বক্সা টাইগার রিজার্ভের রিসোর্ট হোমস্টে বন্ধের ওপর হাইকোর্টের স্টে অর্ডার উঠে যেতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের আগের রায় কার্যকর হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন এখানকার পর্যটন ব্যবসায়ীরা।
advertisement

আজ ২৩ ডিসেম্বর পর্যন্ত সমস্ত বুকিং বাতিল রয়েছে। অদ্ভুত এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে পর্যটকরাও বুঝে উঠতে পারছেন না কী হবে আগামীতে। আপাতত ২৩ ডিসেম্বরে হাইকোর্টে শুনানির দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই পর্যটক ও ব্যবসায়ীদের কাছে।

আরও পড়ুনঃ রোজ রাতে শুধু দুটি পাতা পোড়ালেই ম্যাজিক…! শরীর-মনে অভাবনীয় বদল! বাড়ির প্রভাবও চমকে দেবে

advertisement

এলাকায় ১৫০টির মতো হোটেল, রিসর্ট, হোমস্টে রয়েছে। পর্যটন ব্যবসায় যুক্ত রয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এদিকে হাইকোর্টের স্টে-অর্ডার  উঠে যেতেই বন দফতরের তরফে নোটিশ দেওয়া হয় রাজাভাতখাওয়া গেটে। সেখানে লেখা ছিল কোনও বাণিজ্যিক কারবার সেখানে চলবে না।

View More

আরও পড়ুনঃ মুসুর ডাল খান এই বিশেষ উপায়ে, নিয়ন্ত্রণে ইউরিক অ্যাসিড! কোন ৩ ডাল এই রোগীদের জন্য ‘বেস্ট’? জানুন

advertisement

পর্যটন ব্যবসায়ী লালসিং ভুজেল জানান, “ডিসেম্বর মাসটি আমাদের ব্যবসার মোড় ঘোরানোর মাস। এই সময় পর্যটক দিয়ে ভরা থাকে বক্সার পর্যটন। এ মাসেই একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা।” এদিকে বক্সা, জয়ন্তী বেড়াতে এসে ঘুরে যেতে হচ্ছে পর্যটকদের। পর্যটন ব্যবসায়ী অমর নাইডু জানান, “বন দফতরের তরফে নোটিশ তো উঠিয়ে নিয়েছে। একবার নোটিশ দিচ্ছে, আরেকবার উঠিয়ে নিচ্ছে। এটা একটা নেতিবাচক প্রভাব ফেলছে পর্যটনে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Buxa Tourism Problem: আজও বাতিল বক্সার সমস্ত বুকিং! মঙ্গলবার থেকে আদৌ পর্যটকদের জন্য খুলবে হোটেল-হোমস্টে? কী চলছে আদালতে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল