একাধিক প্রকারের ক্ষতিকার কীটপতঙ্গ থেকে উদ্যানজাত চাষকে রক্ষা করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় চাষিদের। প্রশিক্ষণ শেষে এক চাষি শ্যামল মন্ডল জানান, “একাধিক প্রজাতির ক্ষতিকারক পোকা চাষ জমিকে নষ্ট করে ফেলছে। বর্তমানে আমেরিকান ভেরিয়েন্ট প্রজাতি এবং লেদা পোকার ব্যাপক উপদ্রব বেড়েছে। তাই ক্ষতিকারক পোকা থেকে চাষকে রক্ষা করতে এই প্রশিক্ষণ প্রয়োজন ছিল।”
advertisement
আরও পড়ুন: গাছ থেকে আম নামাতেই চাইছেন না কেউ! ভরা মরসুমে কেন এমনটা করছেন চাষিরা
এ বিষয়ে জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “চাষের ক্ষেত্রে ফসল বা ফলের গুণগত মান ধরে রাখতে এবং ভালভাবে দীর্ঘস্থায়ী রাখার পদ্ধতি শেখান হয়। বিভিন্ন চাষের ক্ষেত্রে অধিক পরিমাণে কীটনাশক বা কেমিক্যাল ব্যবহার ছাড়াই কীভাবে জৈবিক পদ্ধতিতে পরিচর্চা করা যায় সে বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অডিও-ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে দেখানো হয় বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গের ক্ষতিকারক দিক। তারই সঙ্গে হাতে কলমে শেখান হয় সেই ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে বাঁচার উপায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কীটপতঙ্গের উপদ্রবের ফলে বিভিন্ন রকম চাষের ক্ষেত্রে অনেক সময় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। তাই সেই ক্ষেত্রে জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে চাষিদের স্বাবলম্বী করে তুলতে জৈবিক পদ্ধতি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।
জিএম মোমিন