স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে করে একদল শ্রমিক ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। গাড়িতে ছিল ১২ জন শ্রমিক। পিছনের দিকে ছিল ভারি ঢালাই মেশিন। রাস্তার মাঝে থাকা ব্যারিকেড পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। বাকি আরও পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
advertisement
আরও পড়ুন: রোগীর মৃত্যুতে শাস্তি বেড়ে পাঁচ বছরের জেল! আন্দোলনে চিকিৎসকরা
মৃত শ্রমিকরা হলেন, শেখ রিন্টু (৩২), তোফাজুল (৩৪) ও রফিকুল শেখ। তাঁদের বাড়ি পরানপুর পঞ্চায়েতের নামুটোলা গ্রামে। এই দুর্ঘটনায় জখম নবাব আলি বলেন, ব্যারিকেডে ধাক্কা মেরে হঠাৎ গাড়িটি উল্টে যায়। আমার সঙ্গে আরও ১১ জন শ্রমিক ছিল। আমি নিজেই অনেককে উদ্ধার করি। তারপর স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাই।
হরষিত সিংহ