আজ অর্থাৎ ২৩ ডিসেম্বর পর্যন্ত সমস্ত বুকিং বাতিল হয়েছে। অদ্ভুত এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে পর্যটকরাও বুঝে উঠতে পারছেন না কী হবে আগামীতে। আপাতত ২৩ ডিসেম্বরে হাইকোর্টে শুনানির দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই পর্যটক ও ব্যবসায়ীদের কাছে।
advertisement
পর্যটন ব্যবসায়ী জগদীশ ওঁরাও জানান, “হাইকোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি। তবে আমরা মনে করি প্রকৃতি ও মানুষের এক নিবিড় সম্পর্ক রয়েছে।পর্যটনের ওপর আঘাত এলে প্রকৃতির রূপ ঝলমলে থাকবে না।”
আরও পড়ুনঃ শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষমেলা, কত দোকান এল? কতদিন চলবে? জানুন
এদিকে বন দফতরের পক্ষ থেকে কারও প্রতিক্রিয়া না মিললেও পর্যটন ব্যবসায়ীরা বন দফতরের খামখেয়ালিপনাকে অবৈধ বলছেন। পর্যটন ব্যবসায়ী কমল বন্দ্যোপাধ্যায় জানান, “বন দফতরের কারণে পর্যটকদের মধ্যে বিভ্রান্তি দেখা যাচ্ছে।একটা মামলা আদালতে চলছে যখন তখন নোটিশ দেওয়ার কোনও মানেই হয় না। এগুলো অবৈধ।”
Annanya Dey