Poush Mela 2024: শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষমেলা, কত দোকান এল? কতদিন চলবে? জানুন

Last Updated:

Poush Mela 2024: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০১৯ সালের পর পুনরায় বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হয়েছে ৭ পৌষ থেকে। এ বছর ছ'দিন ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন করা হয়েছে।

+
পৌষ

পৌষ মেলা

বীরভূম: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০১৯ সালের পর পুনরায় বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হয়েছে ৭ পৌষ থেকে। এ বছর ছ’দিন ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন করা হয়েছে। ‘হে প্রিয়, আজি এ প্রাতে নিজ হাতে কী তোমারে দিব দান। প্রভাতের গান? প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবিকরে আপনার বৃন্তটির পরে অবসন্ন গান হয় অবসান।’ রবি গানের মধ্যে বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে বৈতালিক ও শান্তিনিকেতন গৃহে সানাইয়ের সুরের মধ্যেই সূচনা হলও ঐতিহ্যবাহী পৌষ মেলা ও পৌষ উৎসবের।
রবিবার প্রথা অনুযায়ী রাত ন’টায় বৈতালিকে অংশগ্রহণ করেন বিশ্বভারতীর উপাচার্য বিনয়কুমার সোরেন, কর্মী পরিষদের যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায়-সহ বিভিন্ন ভবনের পড়ুয়া, প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকরা। বাউল-ফকির গান, একতারা, মেঠো সুর-সবমিলিয়ে চেনা ছন্দে ২০১৯ সালের পর শান্তিনিকেতন পূর্বপল্লির মাঠে ফিরেছে সংস্কৃতি ও ঐতিহ্য। এরপরই এদিন অর্থাৎ সোমবার চার বছর পর হাতে হাত ধরে পৌষমেলার আয়োজন করেছে উভয় পক্ষ।
advertisement
আরও পড়ুনঃ রোজ রাতে শুধু দুটি পাতা পোড়ালেই ম্যাজিক…! শরীর-মনে অভাবনীয় বদল! বাড়ির প্রভাবও চমকে দেবে
আজ থেকে পূর্বপল্লির মাঠে শুরু হল পৌষমেলা। আর শুরুতেই তা হয়ে দাঁড়াল মিলনক্ষেত্র। এদিন সকালে বৈতালিকের মাধ্যমে বোলপুরে সূচনা হল পৌষমেলা। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিনয়কুমার সোরেন, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ১৮০০ দোকান নিয়ে মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আজও বাতিল বক্সার সমস্ত বুকিং! মঙ্গলবার থেকে আদৌ পর্যটকদের জন্য খুলবে হোটেল-হোমস্টে? কী চলছে আদালতে জানুন
পুরনো ঐতিহ্য মেনে গৌর প্রাঙ্গণে ভোরবেলা বৈতালিক, সানাই, উপাসনার মাধ্যমে সূচনা হল ১৮১তম পৌষ উৎসব। শান্তিনিকেতনের সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পুরুষরা ধুতি-পাঞ্জাবি-শাল ও মেয়েরা সকলে লাল-সাদা শাড়িতে সেজে প্রথমে প্রণাম ও শ্রদ্ধাজ্ঞাপন করেন গুরুদেবের উদ্দেশ্যে। দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছ’টায় উদয়ন বাড়ি ও ছাতিমতলায় হবে আলোকসজ্জা।পুরোদমে পৌষমেলার স্বাদ নিতে ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন বহু পর্যটক।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2024: শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষমেলা, কত দোকান এল? কতদিন চলবে? জানুন
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement