TRENDING:

Darjeeling News: ইন্ডিয়ান চাইনিজ অনেক হল! এবার বাড়িতেই বানান জাপানি ডিস সুশি! রইল রেসিপি

Last Updated:

Darjeeling News: ঘরে বসেই উপভোগ করুন বিদেশি খাবারের স্বাদ। উত্তরবঙ্গ মানে যেমন ঘোরার নতুন নতুন ঠিকানা তেমনি উত্তরবঙ্গে রয়েছে রকমারি খাবারের সম্ভার। বাজারজুড়ে চাইনিজ খাওয়ার নেপালি খাওয়ার থেকে শুরু করে বাঙালিয়ানা সব খাবার মিলেমিশে একাকার। প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন কোন খাবারের সন্ধান করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: ঘরে বসেই উপভোগ করুন বিদেশি খাবারের স্বাদ। উত্তরবঙ্গ মানে যেমন ঘোরার নতুন নতুন ঠিকানা তেমনি উত্তরবঙ্গে রয়েছে রকমারি খাবারের সম্ভার। বাজারজুড়ে চাইনিজ খাওয়ার নেপালি খাওয়ার থেকে শুরু করে বাঙালিয়ানা সব খাবার মিলেমিশে একাকার। প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন কোন খাবারের সন্ধান করে। সেই অর্থেই এবার বিদেশের বিখ্যাত সুশির স্বাদ দেশের মাটিতেই। এই খাবার খেতে পর্যটক থেকে শুরু করে পাহাড়ের স্থানীয় বাসিন্দাদের উপচে পড়া ভিড়। সুশি একটি ক্লাসিক নিরামিষ জাপানি খাবার যা ভিনেগারে ভেজানো শসা দিয়ে নরম রান্না করা ভাত দিয়ে তৈরি করা হয়। এই নিরামিষ সুশি সহজভাবে তৈরি সুস্বাদু একটি রেসিপি।
advertisement

আরও পড়ুনঃ রোজের রান্নায় ব‍্যবহার করেন, কিন্তু জানেন কি এই ‘তেল’ বিষের সমান? বাড়ায় হৃদরোগ, ক্যানসারের ঝুঁকি

চালটা ভাল করে ধুয়ে নিয়ে এরপর এটাকে জল ঝরিয়ে ৩০ মিনিট রাখুন তারপর ঝটপট ভাত বানিয়ে ফেলুন। রান্না হয়ে গেলে ঢাকা সরিয়ে চালটা একটা ভেজা কাপড় দিয়ে ১০ মিনিট এর জন্য ঠান্ডা করুন। এর পর সুশি ভিনিগার দিয়ে হালকা হাতে মেশান। এবার একটা সুশি ম্যাটে একটা নোরি শিট রেখে তাতে ভাত দিয়ে তার ওপর সরু করে কেটে রাখা শসা ,অ্যাভোকাডো, ক্রিম দিয়ে ভাল করে মুড়ে ফেলুন এছাড়াও আপনি চাইলে ননভেজ সুশি বানাতে পারেন তাতে আপনি মাছ এবং চিকেন উভয় ব্যবহার করতে পারেন।

advertisement

আরও পড়ুনঃ ছোট্ট ‘আমলকি’-তেই ধরাশায়ী সুগার-কোলেস্টেরল! তবে রোজ সকালে খেতে হবে শুধু এই নিয়মেই

সুশিগুলো ছোট ছোট টুকরো করে কেটে প্লেটের মধ্যে কিক্কোমান সয়া সস, ওয়াশাবি ও পিকল‌্ড আদা দিয়ে সার্ভ করুন। এ প্রসঙ্গে সেফ কেশব বলেন এটি অত্যন্ত ইউনিক একটি খাবার। এই রেসিপিটি মূলত জাপানের। জানা যায় জাপানে যুদ্ধের সময় সেখানকার সেনারা খাবারের অভাব মেটাতে বাসের মধ্যে ভাত ভরে মাটির নিচে রেখে দিত সেই থেকেই এই সুশির প্রচলন। বর্তমানে বিদেশি এই খাবার খেতে ছুটে আসছে পাহাড়ের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। ঘরে বসেই যদি বিদেশি খাবারের স্বাদ উপভোগ করতে চান তাহলে ছুটির দিনে বা অবসর সময় নিজের পরিবারের জন্য বানিয়ে ফেলুন জাপানের এই বিখ্যাত রেসিপি সুশি। একবার খেলেই জিভে জল সকলের। সাধারণত একটি ভেজ রেসিপি। তাই আর দেরি না করে ঝটপট বাড়িতেই বানান রইল রেসিপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: ইন্ডিয়ান চাইনিজ অনেক হল! এবার বাড়িতেই বানান জাপানি ডিস সুশি! রইল রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল