১,০০০ টাকার কম ভাড়ার হোটেল রুমের ক্ষেত্রেও আগের মতো কোনও জিএসটি লাগবে না। ডুয়ার্সের হোটেল মালিক থেকে শুরু করে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সবাই তাই আশাবাদী। জলদাপাড়া কিংবা গরুমারার মতো জনপ্রিয় জঙ্গলে মরশুমে যে ভিড় হয়, নতুন হারে জিএসটি লাগু হলে আরও বেশি মধ্যবিত্ত পরিবার সহজেই ট্রিপ পরিকল্পনা করতে পারবেন বলে মনে করছেন তাঁরা। পর্যটন ব্যবসায়ীদের মতে, আগে অতিরিক্ত খরচের কারণে অনেকেই ভ্রমণ পিছিয়ে দিতেন। এখন সেই টাকাই সাশ্রয় হবে। ফলে পর্যটকরা চাইলে আরও দুটো জায়গা ঘুরে দেখতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় রাজা-রানির মতো কাটান একদিন, তাও একেবারে কম খরচে! ঘুরে আসুন সোনারুন্দি রাজবাড়ি
হোটেল ব্যবসায়ীদের কথায়, ‘এতে শুধু আমাদের ব্যবসা বাড়বে না, পুরো অঞ্চলের অর্থনীতিও লাভবান হবে।’ অতএব, শরতের শুরুতেই যখন ডুয়ার্স সাজছে কাশফুলে, তখন পর্যটকদের জন্যও এল এক মিষ্টি চমক! সস্তা হোটেল ভাড়া, আর সাশ্রয়ী ভ্রমণের হাতছানি!