এই সংগ্রহশালাটি রয়েছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায় যেখানে মূলত আসাম, নেপাল, তিব্বত, সিকিম সহ আরও বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পকলা বস্তুকে সংগ্রহ করে রাখা হয়েছে। এই মিউজিয়ামের সঙ্গে যুক্ত ডাক্তার ওম প্রকাশ ভারতী জানান,”বেশির ভাগ ক্ষেত্রেই যে সমস্ত মিউজিয়ামগুলো রয়েছে সেখানে দেখা যায় রাজার বাড়িতেই রাজার তলোয়ার,রাজ প্রাসাদের বিভিন্ন জিনিষ সংগ্রহ করে রাখা হয়। তবে সমাজের সঙ্গে যারা জড়িত তাদের জিনিস সংগ্রহ করে রাখা হয় না। যে ভাবে ধীরে ধীরে সভ্যতা গড়ে উঠেছে তাদের সবকিছুই হারিয়ে যাবার জোগাড়। তাই বিভিন্ন সম্প্রদায়ের যে শিল্প সংস্কৃতির নিদর্শন যেনো আগামী প্রজন্মের জন্য সংগ্রহ করে রাখা যায় সেটাই এই মিউজিয়ামের মূল উদ্দেশ্য”।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction: ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে, অদ্ভূত ট্যালেন্টকে ঘিরে হইচই, দলে নেবে কেকেআর!
তিনি আরও বলেন,”বর্তমান প্রজন্মের শিশুরা তাদের রুট কালচার ভুলতে শিখেছে। তাদের কাছে যদি এই জিনিসগুলো না দেখানো যায় তারা অনেক জিনিস সম্পর্কেই জানতে পারবে না। তাই তাদের কথা ভেবেই এই সংগ্রহশালা তৈরীর পরিকল্পনা করা হয়”। এখন বিভিন্ন ধরনের কর্মশালা মাস্ক মেকিং এই ধরনের জিনিস মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে করা হয়ে থাকে। আমাদের দেশ তো বটেই আশেপাশের দেশেরও কিছু কিছু শিল্প-সংস্কৃতি এই সংগ্রহশালায় রয়েছে। যেগুলি দেখে তারা সেই সমস্ত দেশের মানুষের শিল্প সংস্কৃতির কথা জানতে পারবে।
অনির্বাণ রায়