TRENDING:

Heritage Bridge: 'দুর্বল সেতু' লিখেই দায় শেষ! ইংরেজ আমলে তৈরি এই হেরিটেজ ব্রিজের ভবিষ্যৎ কী?

Last Updated:

Heritage Bridge: জরদা সেতুর নিচের পিলার বসে গিয়েছে, যার ফলে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় দু’বছরের অধিক সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্তু সেতুটি সংস্কার করা হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বেহাল দশা হেরিটেজ সেতুর। সংস্কারের অভাবে ধুঁকছে ইংরেজ আমলের তৈরি এই ঐতিহ্যবাহী সেতুটি। বন্ধ যাতায়াত। ফলে সমস্যায় পড়েছে আমজনতা।
advertisement

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের বুক চিরে বয়ে গিয়েছে জরদা নদী। শহরের অন্যতম ব্যস্ত এই এলাকায় জাতীয় সড়কের উপর অবস্থিত জরদা সেতুটির দীর্ঘদিন ধরেই বেহাল দশা। ইংরেজ আমলে তৈরি এই সেতুটির বর্তমান অবস্থা এক্কেবারেই বিপজ্জনক। আর তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জরদা সেতুর দু’দিকে ‘দুর্বল সেতু’ লেখা বোর্ড টাঙিয়ে যান চলাচল নিষিদ্ধ করেছে।

advertisement

আর‌ও পড়ুন: মাত্র ১০-১২ টাকায় মিলছে ২০ লিটার বোতলবন্দি পানীয় জল! প্রশ্নের মুখে জনস্বাস্থ্য

জরদা সেতুর নিচের পিলার বসে গিয়েছে, যার ফলে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় দু’বছরের অধিক সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্তু সেতুটি সংস্কার করা হয়নি। জানা গিয়েছে, এই সেতুটি বহু পুরনো। স্থানীয়দের কথায়, এটি ইংরেজ আমলে তৈরি হেরিটেজ সেতু। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তার উপর এই সেতুটি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ময়নাগুড়ি শহরের বাসিন্দাদের। শহরে দেখা দিচ্ছে যানজট। অনেকেই আবার বিধি নিষেধ না মেনে বাইক, টোটো নিয়ে বিপজ্জনক সেতুর উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন!

advertisement

View More

বন্ধ সেতুটির পাশেই রয়েছে আরেকটি সেতু। বর্তমানে সেই পার্শ্ববর্তী সেতু দিয়েই চলছে যানবাহন। কিন্তু একটি সেতু দিয়ে যান চলাচলের ফলে একদিকে যেমন সেই সেতুর উপর চাপ বাড়ছে, পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে আকছাড়। পুরোনো সেতুটি পেরিয়ে বাস টার্মিনাস সেতু বন্ধ থাকায় টার্মিনাসে বাস প্রবেশেও প্রবল সমস্যা দেখা দিয়েছে। ব্যবসায় ক্ষতি হচ্ছে বন্ধ সেতু সংলগ্ন ব্যবসায়ীদের। এদিকে নতুন সেতু তৈরি হবে নাকি পুরোনো সেতুটিকেই মেরামত করা হবে? হলে কবে নাগাদ সে কাজ শুরু হবে? এই সব প্রশ্নের উত্তর নেই সাধারণ মানুষের কারোর কাছে। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Heritage Bridge: 'দুর্বল সেতু' লিখেই দায় শেষ! ইংরেজ আমলে তৈরি এই হেরিটেজ ব্রিজের ভবিষ্যৎ কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল