সিএডিসির কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, গ্রীষ্মে লিচুর ভাল ফলন পেতে শীতকালে লিচু গাছকে নিয়মিত সেচ দিতে হবে। মাটির ধরণ অনুসারে খরার সময় ১০-১৫ দিন পর পর সেচ দিতে হবে। গাছে মুকুল আসার আগে, ফল মটরদানার সমান হওয়ার সময় এবং মার্বেল আকার ধারণ করলে প্লানোফিক্স, মিরাকুলান বা ফ্লোরা স্প্রে করতে হবে। পূর্ণ বয়স্ক ফলন-গাছে ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সার, জিপসাম সার, জিংক সালফেট সার, গোবর এবং ছাই প্রয়োগ করতে হবে। লিচু গাছের মুকুলে জৈব তরল সালফার ও নিম তেল সহযোগে স্প্রে করুন। সালফার কুয়াশায় মুকুলকে বাঁচাবার সঙ্গে লিচু গাছকে মাকড় থেকে দেবে সুরক্ষা।
advertisement
আরও পড়ুন: শূকর পালন করেই মোটা টাকা আয়! কিন্তু জানতে হবে এই গোপন রহস্য
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই শীতকালে লিচু গাছে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন অন্তর অন্তর জল সেচ দিতে হবে। এই সময় গাছের শুকনো ও অপ্রয়োজনীয় ডাল কেটে ফেলতে হবে। ডাল ছাঁটাই করলে মুকুল আসার সময় আলো ও বাতাস প্রবেশ সহজ হয় যা মুকুলের গুণগতমান উন্নত করে। এছাড়া মুকুল আসার ১-২ মাস আগে গাছের চারপাশের মাটি নরম করে দিতে হবে। মুকুল আসার আগে জৈব সার ব্যবহার করলে মুকুলের সংখ্যা বাড়ে। গোবর সার বা কম্পোস্ট সার এই সময় সবচেয়ে কার্যকর। এভাবেই শীতকালে লিচু গাছের পরিচর্যা করলে গ্রীষ্মের শুরুতেই ভাল ফলন পাওয়া যাবে লিচু গাছ থেকে।
পিয়া গুপ্তা