TRENDING:

Alipurduar News: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সেন্ট্রাল ডুয়ার্স এলাকা! ফুলেফেঁপে উঠেছে নদীনালা

Last Updated:

ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি এবং আলিপুরদুয়ার জেলায় টানা বৃষ্টির জেরে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। ফুলেফেঁপে উঠেছে পানা ও বাসরার মত নদীগুলি। যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট্রাল ডুয়ার্সের সঙ্গে আলিপুরদুয়ার এবং কালচিনির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি এবং আলিপুরদুয়ার জেলায় টানা বৃষ্টির জেরে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। ফুলেফেঁপে উঠেছে পানা ও বাসরার মত নদীগুলি। যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট্রাল ডুয়ার্সের সঙ্গে আলিপুরদুয়ার এবং কালচিনির।
advertisement

আরও পড়ুনঃ বাড়ির ছাদেই গলার নলি ও হাতের শিরা কাটা অবস্থায় ইঞ্জিনিয়ারিং ছাত্র! সাঁকরাইলে ভয়ঙ্কর ঘটনা

দুই নদীর জল পুরো এলাকা দিয়ে বইতে শুরু করেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই এলাকাটি। সমস্যায় কয়েক হাজার বাসিন্দারা সমস্যায় রয়েছেন। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাধারাণী এলাকায় পানা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রাঙ্গামাটি এলাকার বাসরা নদীও ফুলেফেঁপে উঠেছে। ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে পানা ও বাসরা এই দুই নদীর জল অনেক বেড়েছে। জানা গিয়েছে পানা নদীতে সেতু না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সেণ্ট্রাল ডুয়ার্স এলাকার বাসিন্দাদের। বর্তমানে তারা প্রাণের ঝুঁকি নিয়ে কোনও ক্রমে খরস্রোতা নদী পারাপার করছেন। নদীর জল বৃদ্ধি পাওয়াতে স্কুলও যেতে পারছেনা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পানা নদী ও বাসরা নদীর জল বাড়লেই সেণ্ট্রাল ডুয়ার্স এলাকার প্রায় কুড়ি হাজার বাসিন্দা সমস্যায় পড়ে, কেননা সমস্ত যাতায়াতের সব রাস্তা বন্ধ হয়ে যায়। এদিন সকালে লক্ষ‍্য করা গেল পানা নদীর পারে আটকে রয়েছে গাড়ি সহ বহু মানুষ। গাড়ি চলাচল বন্ধ,অনেকে প্রাণের ঝুকি নিয়ে খরোস্রতা নদী পারাপার করছে। অন্যদিকে বাসার নদী চরেও অনেক ছাত্র-ছাত্রীরা আটকে রয়েছে।এলাকার বাসিন্দারা জানান, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের একদিকে পানা নদী রয়েছে, অন্যদিকে বাসরা নদী রয়েছে। ‌বর্ষাকাল এলেই তাঁদের এই সমস্যা হয়। বাসরা নদীতে সেতু নেই এছাড়া পানা নদীতে সেতু না থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। এই পরিস্থিতিতে তারা সেতুর দাবি জানাচ্ছেন। দুই নদী পারাপার করতে গেলে জলের তোড়ে যেকোনো সময় প্রাণ হারাতে পারেন এলাকার বাসিন্দারা। এই ভয় তাঁদের মনে লেগে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সেন্ট্রাল ডুয়ার্স এলাকা! ফুলেফেঁপে উঠেছে নদীনালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল