Engineering Student Death: বাড়ির ছাদেই গলার নলি ও হাতের শিরা কাটা অবস্থায় ইঞ্জিনিয়ারিং ছাত্র! সাঁকরাইলে ভয়ঙ্কর ঘটনা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Engineering Student Death: ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, বাড়ির ছাদে মিলল দেহ, গলা ও হাতের শিরা কাটা অবস্থায় রক্তাক্ত ২৪ বছরের রাহুল
সাঁকরাইল, হাওড়া, রাকেশ মাইতি: ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হাওড়া সাঁকরাইলে! ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া। সাঁকরাইল থানার আন্দুলে ঝোড়াট সর্দার পাড়ার ঘটনা। বুধবার মধ্যরাতে বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রকে। মৃতের নাম রাহুল সর্দার (২৪)।
আরও পড়ুনঃ হু হু করে বাড়ছে প্রস্টেট ক্যানসার! ‘সাধারণ’ লাগলেও এই ৬ লক্ষণ আসলে ‘মরণকূপ’! সাবধান না হলেই….
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির গলার নলি ও হাতে ধারাল অস্ত্রের আঘাত। রাত একটা নাগাদ পরিবারের লোকজন ছাদে উঠলে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবক। দ্রুততাকে উদ্ধার করে বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্বে, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে সেখানের চিকিৎসক মৃত বলে জানান। খবর দেওয়া সাঁকরাইল থানায়। পুলিশ যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠায়।
advertisement
ছাত্রের এমন অস্বাভাবিক মৃত্যু কীভাবে। বাড়ির ছাদে এমন ঘটনা কীভাবে ঘটল। পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা। গলার নলি এবং হাতের শিরা কাটা অবস্থায় পাওয়া যায় রাহুলকে। ইঞ্জিনিয়ারিং ছাত্রের এমন অস্বাভাবিক মৃত্যু ঘিরে আত্নীয় ও প্রতিবেশীরা বাকরুদ্ধ। স্থানীয়দের অনুমান আত্মহত্যা। কিন্তু কেন, কীভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক। তার কারণ আন্দাজ করতে পারছেন না কেউ। ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে। ঘটনার আসল কারণ কী। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাঁকরাইল থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 3:30 PM IST