জেলা শিল্পকেন্দ্রের তরফে এই আয়োজন করা হয়েছে।চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।চারটি বিভাগে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হবে তাদের শিল্পকলা পাঠান হবে রাজ্যস্তরের প্রতিযোগিতায়।জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক বিহ্বল দত্ত জানান, “চারটি পর্বে রয়েছে কাঠের কাজ,বাঁশের কাজ,পেইন্টিং,মিসলেরিয়াস।এই মিসলেরিয়াস-এর মধ্যে রয়েছে হাত তৈরি গয়না,সফট টয়েজ সহ অন্যান্য শিল্পকলা।”
আরও পড়ুন: “পান বিলাসী”দের আদর্শ ঠিকানা কালচিনির এই দোকান
advertisement
শোলার কাজকেও এবছর প্রাধান্য দেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি,মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকদের বিচারক হিসেবে আনা হয়েছে।এই হস্তশিল্প প্রতিযোগিতায় চারটি বিভাগে ৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেছেন।তাদের তৈরি ৮৫ টি শিল্পকলা জায়গা করে নিয়েছে এখানে।
আরও পড়ুন: পাহার ঘেরা শহর! চারদিকে সবুজ, স্বল্প খরচে ঘুরে আসতেই পারেন গেরিগাঁও থেকে
আলিপুরদুয়ার জেলা বাঁশের শিল্পের জন্য নাম করেছে শিল্প জগতে।এই বাঁশের শিল্প বেশি নাম করেছে কুমারগ্রাম এলাকায়।কিন্তু প্রত্যন্ত এলাকা হওয়ায় এই বাঁশের কাজ বিশেষ প্রদর্শিত হয় না।এই হস্তশিল্প প্রতিযোগিতার মধ্য দিয়ে সামনে আসবে এইসব শিল্পীরা বলে বিশ্বাস জেলা শিল্পকেন্দ্রের আধিকারিকের।শুধু বাঁশ নয় শোলা,কাঠের কাজ যাতে জায়গা করে নিতে পারে হস্তশিল্পের ক্ষেত্রে তা দেখা হবে।
Annanya Dey