TRENDING:

পরিবেশ রক্ষার ডাক! শিশুদের হাতে তৈরি সবুজ রাখী

Last Updated:

ভালোবাসার বন্ধন এবার হয়ে উঠল সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি। রাখীর রঙিন সুতোয় জড়িয়ে থাকছে গাছ লাগানোর সংকল্প, আর সেই প্রতিশ্রুতি গড়ে তুলছে একদল ছোট্ট শিশু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঋত্বিক ভট্টাচার্য, শিলিগুড়ি: ভালোবাসার বন্ধন এবার হয়ে উঠল সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি। রাখীর রঙিন সুতোয় জড়িয়ে থাকছে গাছ লাগানোর সংকল্প, আর সেই প্রতিশ্রুতি গড়ে তুলছে একদল ছোট্ট শিশু। শিলিগুড়ির ‘ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন যে ‘দুই টাকায় পাঠশালা’ চালায়, সেখানকার শিশুরা এবার তৈরি করছে একেবারে অন্যরকম রাখী, যার প্রতিটি অংশেই মিশে আছে প্রকৃতিকে ভালোবাসার গল্প।
advertisement

এই রাখীগুলো তৈরি হচ্ছে আম, কাঁঠাল ও লিচুর বীজ দিয়ে। প্রতিটি রাখী শুধু একজন ভাই বা বোনের প্রতি ভালোবাসার বন্ধন নয়, বরং একটি বীজ, একটি আশার অঙ্কুর, একটি গাছের ভবিষ্যৎ।

রাখী পূর্ণিমার দিন এই রাখীগুলো তুলে দেওয়া হবে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পথচলতি মানুষদের হাতে। রাখী পরানোর সঙ্গে সঙ্গে নেওয়া হবে একটি ছোট্ট প্রতিজ্ঞা— “আমি রাখীর বীজ বুনব, গাছ করব, এবং পৃথিবীকে আরও সবুজ করব।”

advertisement

আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?

View More

এই উদ্যোগ সম্পর্কে সংস্থার সভাপতি রাকেশ দত্ত বলেন, “গত কয়েক বছর ধরেই আমরা বাচ্চাদের দিয়ে রাখী বানাচ্ছি। তবে এ বছর প্রথমবার বীজ দিয়ে রাখী তৈরি করছি, যাতে মানুষের মনে গাছ লাগানোর চিন্তাটা আরও গভীরে গেঁথে যায়। শিশুরা এতে দারুণ উৎসাহ পাচ্ছে, আর এই কাজ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করছে।”

advertisement

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!

রাখী বানানো এক শিশু, অনিমা মন্ডল আনন্দে বলে ওঠে, “এই রাখী বানাতে পেরে খুব ভাল লাগছে। ভাবতেই ভালো লাগে, আমার বানানো রাখী কারো হাতে পড়ে যদি একটা গাছ জন্মায়, তাহলে সেটা অনেক বড় কাজ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সবুজ রাখী, সবুজ পৃথিবী—এটা আর শুধুই এক স্লোগান নয়, এটা একটা আন্দোলনের সূচনা, যা শুরু হচ্ছে শিশুদের হাতে, ছোট ছোট বীজ দিয়ে, এবং ছড়িয়ে পড়ছে বড়দের মনে, একটি গাছ, একটি আশা, একটি পৃথিবীকে ভালবাসার গল্প।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পরিবেশ রক্ষার ডাক! শিশুদের হাতে তৈরি সবুজ রাখী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল