TRENDING:

Lion Safari: পাহাড়ে বেড়াতে গেলে এবার দেখা মিলবে সিংহের!

Last Updated:

সিংহ আনার পর তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য দু'সপ্তাহ কোয়ারান্টাইনে রাখা হবে । তারপর পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশ্যে আনা হবে তাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের জন্য দারুণ খবর! ডিসেম্বরে নতুন অতিথিদের সঙ্গে সাফারির আনন্দ নিতে পারবেন পর্যটকরা। এমনটাই সুযোগ এনে দিতে চলেছে বন দফতর ও জু অথরিটি । ডিসেম্বর মাসের শুরুতেই বেঙ্গল সাফারি পার্কে চালু হবে সিংহ সাফারি। আর অন্যদিকে, একই সময়ে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আসতে চলেছে সাইবেরিয়ান টাইগার ।
ডিসেম্বরেই শুরু লায়ন সাফারি
ডিসেম্বরেই শুরু লায়ন সাফারি
advertisement

পাহাড়ে বেড়াতে গেলে এখন পর্যটকদের অনেকেই একবার এই বেঙ্গল সাফারি দেখে যান। নানা ধরনের সাফারির ব্যবস্থাও রয়েছে। তবে এবার তার সঙ্গে যুক্ত হবে সিংহ সাফারি। শিলিগুড়ি থেকে মাত্র ৯ কিমি দূরে এই বেঙ্গল সাফারি। ২৯৭ হেক্টর এলাকা জুড়ে এই বিরাট বেঙ্গল সাফারি। এই বেঙ্গল সাফারির মধ্যে ২০ হেক্টর জায়গা জুড়ে লায়ন সাফারির ব্যবস্থা করা হচ্ছে। এই সিংহ আনা হলে বেঙ্গল সাফারির প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে। তবে সিংহদের থাকার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন  Fire Momo: আগুনে জ্বলছে মোমো! মোমোর বাজারে নতুন, খেতেও অন্যরকম তিব্বতী খাবার!

এদিকে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় এতদিন স্নো লেপার্ড, রেড পান্ডা তো ছিলই। এবার সেখানে দুটি সাইবেরিয়ান বাঘ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। বর্তমানে সেখানে একটি সাইবেরিয়ান বাঘ ও ২৫টি রেড পান্ডা রয়েছে। তবে এবার সাইপ্রাসের পাফোস জুলজিকাল পার্ক থেকে আনা হবে এই দুটি সাইবেরিয়ান বাঘ।

advertisement

View More

পার্ক সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কে সিংহ সাফারি শুরু করার জন্য কোটি টাকা খরচ করে অতিরিক্ত একশো একর জমিতে এনক্লোজার তৈরি করা হয়েছে । তৈরি করা হয়েছে আলাদা নাইট শেল্টারও । অতিথিদের আনার পর তাদের পরিবেশের সঙ্গে খাপখাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য দু’সপ্তাহ কোয়ারান্টাইনে রাখা হবে । তারপর পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশ্যে আনা হবে তাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lion Safari: পাহাড়ে বেড়াতে গেলে এবার দেখা মিলবে সিংহের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল