TRENDING:

West Bengal News: নদীতে মাছ ধরতে নামেন দিদা-নাতনি, আচমকা ধেয়ে এল দানব...! তারপরের ঘটনায় শিরদাঁড়া দিয়ে শীতলস্রোত বইবে

Last Updated:

Tragic Incident: জীবিকার টানে নদীতে মাছ ধরতে গিয়েছিল দিদিমা ও নাতনি। নদীতে মাছ ধরতে গিয়ে গন্ডারের হামলায় মৃত্যু হল দু'জনের। কালচিনি ব্লকের কোদালবস্তির ঘটনায় চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: জীবিকার টানে নদীতে মাছ ধরতে গিয়েছিল দিদিমা-নাতনি। নদীতে মাছ ধরতে গিয়ে গন্ডারের হামলায় মৃত্যু হল দু’জনের। কালচিনি ব্লকের কোদালবস্তির ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, সোমবার এই বনবস্তি লাগোয়া কুলটি নদীতে আপিল রাভা ও তার নাতনি তাবিতা রাভা মাছ ধরতে গিয়েছিলেন। এমন সময়ই আচমকা জঙ্গল থেকে গন্ডার বেরিয়ে এসে হামলা চালায় তাদের ওপর।
মাছ ধরতে গিয়ে মৃত্যু। সংগৃহীত ছবি।
মাছ ধরতে গিয়ে মৃত্যু। সংগৃহীত ছবি।
advertisement

এদিন ঘটনাস্থলেই আপিল রাভার মৃত্যু হয়। তাবিতা রাভাকে আহত অবস্থায় প্রথমে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও পরে সেখান থেকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পথেই মৃত্যু হয় তাবিতা রাভার। এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছরিয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুনঃ গরমের ছুটিতে ধু ধু করছে দার্জিলিং-কালিম্পং! হোটেল-হোমস্টে মালিকদের পকেট-শূন্য, দেখুন মনখারাপ করা ছবি

advertisement

জানা গিয়েছে দু’জনকেই গন্ডার খর্গ দিয়ে আঘাত করেছিল। কোদালবস্তি এলাকায় রয়েছে জলদাপাড়ার জঙ্গল। এই এলাকাতে রয়েছে সিসি লাইন। এই এলাকায় বন্যপ্রাণীদের অবাধ যাতায়াত লেগে থাকে। এলাকায় মাঝে-মধ্যে বৃষ্টি হওয়ার কারণে স্থানীয় নদীগুলিতে মাছ পাওয়া যাচ্ছে। রাভা জনজাতির মহিলাদের অন্যতম পেশা মাছ সংগ্রহ করা নদী থেকে। সেই মাছ তারা স্থানীয় বাজারে বিক্রি করে রোজগার করেন।

advertisement

View More

এদিন আপিল রাভা ও তার নাতনি মাছ সংগ্রহ করে তা বিক্রি করার জন্যই নিয়ে নদীতে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা রমেন রাভা বলেন, “একটা দুঃখজনক ঘটনা ঘটল। পরিবারটাই শেষ হয়ে গেল।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: নদীতে মাছ ধরতে নামেন দিদা-নাতনি, আচমকা ধেয়ে এল দানব...! তারপরের ঘটনায় শিরদাঁড়া দিয়ে শীতলস্রোত বইবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল