এদিন ঘটনাস্থলেই আপিল রাভার মৃত্যু হয়। তাবিতা রাভাকে আহত অবস্থায় প্রথমে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও পরে সেখান থেকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পথেই মৃত্যু হয় তাবিতা রাভার। এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছরিয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুনঃ গরমের ছুটিতে ধু ধু করছে দার্জিলিং-কালিম্পং! হোটেল-হোমস্টে মালিকদের পকেট-শূন্য, দেখুন মনখারাপ করা ছবি
advertisement
জানা গিয়েছে দু’জনকেই গন্ডার খর্গ দিয়ে আঘাত করেছিল। কোদালবস্তি এলাকায় রয়েছে জলদাপাড়ার জঙ্গল। এই এলাকাতে রয়েছে সিসি লাইন। এই এলাকায় বন্যপ্রাণীদের অবাধ যাতায়াত লেগে থাকে। এলাকায় মাঝে-মধ্যে বৃষ্টি হওয়ার কারণে স্থানীয় নদীগুলিতে মাছ পাওয়া যাচ্ছে। রাভা জনজাতির মহিলাদের অন্যতম পেশা মাছ সংগ্রহ করা নদী থেকে। সেই মাছ তারা স্থানীয় বাজারে বিক্রি করে রোজগার করেন।
এদিন আপিল রাভা ও তার নাতনি মাছ সংগ্রহ করে তা বিক্রি করার জন্যই নিয়ে নদীতে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা রমেন রাভা বলেন, “একটা দুঃখজনক ঘটনা ঘটল। পরিবারটাই শেষ হয়ে গেল।”
Annanya Dey