TRENDING:

Government Scheme: পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর। বাড়ি গিয়ে সরকারি পোর্টালে নাম তোলার উদ্যোগ

Last Updated:

Government Scheme: উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন মালদহের সভাধিপতি ও জেলাশাসক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট সুখবর। সরকারি পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্ত করতে এবার অভিনব উদ্যোগ। পরিযায়ীদের কর্মসাথী প্রকল্পের যুক্ত করতে এবার প্রকৃতই বাড়ির দুয়ারে সরকার। সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হল মালদহে। এদিন শুক্রবার ট্যাবলো উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন মালদহের সভাধিপতি ও জেলাশাসক।
বাড়ি গিয়ে সরকারি পোর্টালে নাম তোলার উদ্যোগ
বাড়ি গিয়ে সরকারি পোর্টালে নাম তোলার উদ্যোগ
advertisement

এবারই প্রথম দুয়ারে সরকার শিবিরে রাজ্যের বিভিন্ন জেলায় পরিযায়ী শ্রমিকদের কর্মসাথী প্রকল্পে যুক্ত করার আবেদন পত্র নেয় সরকার। সেইমতো কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করান মালদহের দুই লক্ষ আট হাজার পরিযায়ী শ্রমিক। যা মুশিদাবাদ জেলার পর রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক।

কিন্তু সরকারি তথ্য বলছে, করোনা কালে মালদহে যে সংখ্যক পরিযায়ী শ্রমিকের যাতায়াত হয়েছিল, তার তুলনায় দুয়ারে সরকার শিবিরে অন্তত ৬১ হাজার নাম কম নথিভুক্ত হয়েছে।

advertisement

এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের কেউই যাতে কর্মসাথী প্রকল্প বা সরকারি অ্যাপের বাইরে থেকে না যান এজন্য ফের নতুন অভিযান শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন জেনে নেওয়া যাক সরকারের নতুন পদক্ষেপে কিভাবে এর সুযোগ নিতে পারবেন বা উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা।

আরও পড়ুন, ‘মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন’, হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়

advertisement

আরও পড়ুন, এখনই গ্রেফতার নয় গৌতম পালকে… পর্ষদ সভাপতিকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

মালদহ জেলা প্রশাসন জানিয়েছে, শ্রম দপ্তরের কর্মী এবং বিভিন্ন গ্রামে সরকারি ভিআরপি বা ভিলেজ রিসোর্স পার্সনরা পরিযায়ী় শ্রমিকদের বাড়ি বাড়ি যাবেন। বাড়িতে পৌঁছে হাতে হাতে পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড সহ অন্যান্য তথ্য যাচাই ও নথিভুক্ত করনের আবেদনপত্র গ্রহণের কাজ হবে। পরিযায়ী শ্রমিকরা বাড়িতে না থাকলেও তাঁদের পরিবারের নিকটজন বা  সদস্যরা পরিচয় পত্র দিয়ে নাম নথিভুক্ত করনের আবেদন জানাতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জানা গিয়েছে, সরকারি পোর্টালে নাম নথিভূক্ত হলে ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলে দুই লক্ষ টাকা, শারীরিক অক্ষমতা জনিত পরিস্থিতিতে এক লক্ষ টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৫০ হাজার টাকা, কেউ মারা গেলে মৃতদেহ আনার জন্য ২৫ হাজার টাকা আর্থিক সুবিধভাবে পরিবার। মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, আরও অন্তত এক লক্ষ পরিযায়ী শ্রমিককে এই পোটালে নাম যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কর্মসাথী প্রকল্পে যুক্ত হলে পরিযায়ী শ্রমিকরা উপকৃত হবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Government Scheme: পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর। বাড়ি গিয়ে সরকারি পোর্টালে নাম তোলার উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল