মালদহ-সহ পাশের ৩টি জেলার প্রায় ৩০০০ পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করতে আসেন মালদহের এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের ছাত্রী অনুস্মিতা দাস বলেন, “দীর্ঘদিন ধরে অচল রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক পরিকাঠামো। বিশেষত কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ভবনের পরিশুদ্ধ পানীয় জল প্রায় ৮ মাস ধরে বন্ধ। এই গরমে জলের জন্য গলা শুকিয়ে যায়। বাড়ি থেকে এক বোতল জল আনলেও, সেই বোতলের জল শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়। এই বিষয় নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও, কোনো রকম সদুত্তর মেলেনি। তাই রেজিস্ট্রার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে।”
advertisement
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, “করোনা কালের সময়ের পর থেকেই বিভিন্ন মেশিনগুলি অচল অবস্থায় রয়েছে। পানীয় জলের বিষয়ে নিয়ে উচ্চ শিক্ষা দফতর এবং PHE দফতরকে চিঠি করা হয়েছে। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানও আমাদের আশ্বাস দিয়েছেন পানীয় জলের লাইন ঠিক করে দেওয়ার জন্য। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।”
মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মোট ২৩টি কলেজ পড়ুয়াদের একমাত্র ভরসা এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। স্নাতকের পর উচ্চ শিক্ষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য প্রতিবছরই প্রায় কয়েক হাজার পড়ুয়ারা ভর্তি হন এই বিশ্ববিদ্যালয়ে। জিএম মোমিন।






