নেট বা সেট পরীক্ষায় পাশ থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ- এর মাধ্যমে প্রার্থীরা সুযোগ পাবেন। এটাও রেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ে। এম ডিগ্রিধারীরা রেড পরীক্ষার মাধ্যমেও সুযোগ পেতে পারেন। সংরক্ষিত প্রার্থীদের জন্য নিয়ম মেনেই ছাড় রয়েছে।
advertisement
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এছাড়াও আরও বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে। প্রার্থীদের আবেদন ফি দিতে হবে।
আরও পড়ুন-দিঘায় এবার পা রাখা ভয়ঙ্কর…! পর্যটকদের জন্য যা করল ভারতীয় রেল, জানলে যাওয়ার আগে দু’বার ভাববেন আপনিও
বিশ্ববিদ্যালয়ের মোট ২১ টি বিষয়ে পিএইচডি ভর্তি নেওয়া হবে। আরবি বিষয়ে আসন রয়েছে ৬ টি। বাংলায় আসন রয়েছে ১৮টি, বোটানিতে আসন রয়েছে ৯ টি, কেমিস্ট্রিতে আসন সংখ্যা ১২, কমার্সে আসন সংখ্যা ২২, ইকোনমিক্সে আসন সংখ্যা ১৫, এডুকেশন আসন সংখ্যা ২৭, ইংরাজিতে আসন সংখ্যা ৭, ভূগোলে আসন সংখ্যা ২০, ইতিহাসে আসন সংখ্যা ৬, আইনে আসন সংখ্যা ৬, লাইব্রেরী এবং ইনফরমেশন সায়েন্সে আসন সংখ্যা ৬, অঙ্কে আসন সংখ্যা ১৩, ফিজিক্সে আসন সংখ্যা ৯, দর্শনে আসন সংখ্যা ৩, রাষ্ট্রবিজ্ঞানে আসন সংখ্যা ০৯, সংস্কৃতে আসন সংখ্যা ১০, সোসিওলজিতে আসন সংখ্যা ০৭, জুওলজিতে আসন সংখ্যা ১১। অন্যান্য বিস্তারিত বিষয়গুলি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া রয়েছে।
হরষিত সিংহ