আরও পড়ুন: বয়স ৪০ পেরিয়ে গিয়েছে তাতে কী! ব্যাট হাতে মাঠ কাঁপালে ওঁরা
এই পরিস্থিতিতে গোপালবাবুর সংসার কীভাবে চলবে তা নিয়ে চিন্তায় পড়েছে পরিবার। স্বামীকে সুস্থ করতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন তাঁর স্ত্রী। ৪০ বছরের যুবক গোপাল নাগের সংসারে রয়েছে মা, বাবা, স্ত্রী ও দশ বছরের শিশু পুত্র। পাঁচ জনের সংসারে নিদারুণ অর্থাভাব। অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি তাঁর ৭০ বছরের বৃদ্ধ বাবা শিবু নাগ। তিনি একটি স্কুলের নাইট গার্ডের কাজ করে যে সামান্য টাকা পান তা দিয়েই চলে সংসার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
চোখের সামনে ছেলেটি এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে কী করবেন ভেবে কুল পাচ্ছেন না শিবুবাবু। এখনও পর্যন্ত মেলেনি কোনও সাহায্য। গোপালবাবুর স্ত্রী পূজা নাগ খানিকটা অভিমানী গলায় বলেন, “আমাদের পাশে কেউ নেই। অথচ ভোটের আগে সবাই অনেক কথাই বলে গিয়েছিলেন। জানি না কীভাবে স্বামীকে বাঁচাতে পারব।” চিকিৎসা না পেয়ে বিছানায় শুয়ে শুয়ে এখন মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করে চলছেন গোপাল নাগ। তাঁর পরিবারের একটাই আর্জি, সাহায্যের হাত বাড়িয়ে আবার আগের জীবনে ফিরিয়ে দেওবার বন্দোবস্ত করা হোক গোপালবাবুকে।
পিয়া গুপ্তা