নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে পৌঁছতেই জয়ী খেলোয়াড়দের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন আলিপুরদুয়ারের ক্রীড়া প্রেমী এবং অভিভাবকরা। জানা যায় গত ২৩ মে থেকে ২৫ মে নেপালের কাঁকরভিটা এলাকায় ১১ তম আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আরও পড়ুন: বাগানের নালায় ওটা কে পড়ে আছে? সামনে এগিয়ে গেল কয়েকজন! দেখা গেল…মালবাজারের বস্তি তোলপাড়
advertisement
শ্রীলঙ্কা, ভারত, ভুটান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় ১৫০০ প্রতিযোগীরা সেই ক্যারাটে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় আলিপুরদুয়ার থেকেও সেনসি পূজা বর্মনের নেতৃত্বে ভারতের হয়ে ৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। কাতা ও কুমেত বিভাগে তিনদিনের প্রতিযোগিতায় আলিপুরদুয়ারের প্রতিযোগীরা স্বর্ণপদক-সহ মোট ৯টি পদক জয় করে। আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা যুবরাজ রায় কাতা’তে স্বর্ণপদক জয়লাভ করে।বাকি ৪জন প্রতিযোগীরা কাতা’তে ৪ টি সিলভার মেডেল এবং কুমেতে ৪টি ব্রোঞ্জ মেডেল জয়লাভ করে। সেনসি পূজা বর্মন জানান, “আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক পাওয়া একটি বড় পাওনা আমাদের। বাকি যারা খেলোয়াড় রয়েছেন তারাও উৎসাহিত হবেন।”
আরও পড়ুন: হাতির গতিবিধি পর্যবেক্ষণে প্রযুক্তি ব্যবহার! ডিভিশন জুড়ে নজরদারিতে সিসিটিভি ক্যামেরা
খেলা শেষে ট্রেনে করে জয়ী প্রতিযোগীরা নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে এসে পৌঁছয়। স্টেশনে পৌঁছতেই তাদের ঘিরে আনন্দ উচ্ছ্বাস শুরু করেন অভিভাবকরা। সেনসি পূজা বর্মন এবং জয়ী প্রতিযোগীদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন। অভিভাবক ও ক্রীড়া প্রেমীদের অভিনব আয়োজনে আনন্দে আত্মহারা খেলোয়াড়রা।