TRENDING:

মাত্র ১ টাকায় স্যানিটারি ন্যাপকিন, ৫০ শতাংশ ছাড়ে মিলবে ওষুধ, কোথায় দেখে নিন

Last Updated:

বচেয়ে আশ্চর্যের বিষয় মহিলাদের জন্য মাত্র এক টাকায় স্যানেটারি ন্যাপকিন বিক্রি করা হবে এই ওষুধের দোকান থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এক টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও অন্যান্য ওষুধ খুব অল্প দামে মিলবে এখানে। দূর দূরান্তে যাত্রা পথে অনেকেরই ওষুধের প্রয়োজন হয়। এবার দেশজুড়ে রেল যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে একাধিক রেল স্টেশনে খোলা হল ওষুধের দোকান। প্রথম পর্যায়ে দেশের একাধিক স্টেশনগুলির মধ্যে মালদহ টাউন স্টেশনে খোলা হল জন ঔষধি কেন্দ্র।
advertisement

মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এই ওষুধের দোকান খোলা হয়েছে। ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, স্টেশনে জন ঔষধি কেন্দ্রে এক টাকায় স্যানেটারি ন্যাপকিন মিলবে। এছাড়াও অন্যান্য ওষুধ ৫০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে। সাধারণ রেল যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

আরও পড়ুন: অল্প খরচে স্বল্প জায়গায় শুরু করতে পারবেন, লাভ হবে খরচের দ্বিগুণ! জানলে অবাক হবেন

advertisement

এতদিন কোনও রেল স্টেশনে ওষুধের দোকান ছিল না। ফলে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হত রেল যাত্রীদের। শারীরিক বিভিন্ন সমস্যা হঠাৎ হলে স্টেশনে ওষুধ পাওয়া যেত না। ওষুধের জন্য ছুটতে হত অন্যত্র কোথাও। যাত্রীদের এই সমস্যা দূর করার জন্যই ভারতীয় রেলের এমন উদ্যোগ।

View More

এই জন ওষুধি কেন্দ্রগুলিতে ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় মহিলাদের জন্য মাত্র এক টাকায় স্যানেটারি ন্যাপকিন বিক্রি করা হবে এই ওষুধের দোকান থেকে। মালদহ ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলের একাধিক প্রকল্পের সিরাজগঞ্জ উদ্বোধন করেছেন। মালদহ ডিভিশনের অধীনেও একাধিক প্রকল্প রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য এক স্টেশন এক পণ্য, জন ঔষধি কেন্দ্র। এছাড়া উন্নয়নমূলক একাধিক কাজের সূচনা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: এই ৫ ব্যাঙ্ক ২ বছরের FD-তে দিচ্ছে বিরাট সুদ; দেখে নিন বিনিয়োগের আগে

এছাড়াও বিভিন্ন রোগের ওষুধ মিলবে খুব সামান্য দামে। এই ওষুধের দোকানগুলি স্টেশনে খোলাই অনেকটাই সুবিধা হবে রেল যাত্রীদের। ভার্চুয়ালি দেশের বিভিন্ন রেল প্রকল্পে ৮৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ রেল ডিভিশনেও একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করা হয়েছে। জন ঔষধি কেন্দ্র ছাড়াও মালদহ রেল ডিভিশনের একাধিক স্টেশনে এক স্টেশন এক পন্য দোকানের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও রেলের একাধিক উন্নয়নমূলক কাজের ভার্চুয়ালি এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাত্র ১ টাকায় স্যানিটারি ন্যাপকিন, ৫০ শতাংশ ছাড়ে মিলবে ওষুধ, কোথায় দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল