মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এই ওষুধের দোকান খোলা হয়েছে। ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, স্টেশনে জন ঔষধি কেন্দ্রে এক টাকায় স্যানেটারি ন্যাপকিন মিলবে। এছাড়াও অন্যান্য ওষুধ ৫০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে। সাধারণ রেল যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।
আরও পড়ুন: অল্প খরচে স্বল্প জায়গায় শুরু করতে পারবেন, লাভ হবে খরচের দ্বিগুণ! জানলে অবাক হবেন
advertisement
এতদিন কোনও রেল স্টেশনে ওষুধের দোকান ছিল না। ফলে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হত রেল যাত্রীদের। শারীরিক বিভিন্ন সমস্যা হঠাৎ হলে স্টেশনে ওষুধ পাওয়া যেত না। ওষুধের জন্য ছুটতে হত অন্যত্র কোথাও। যাত্রীদের এই সমস্যা দূর করার জন্যই ভারতীয় রেলের এমন উদ্যোগ।
এই জন ওষুধি কেন্দ্রগুলিতে ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় মহিলাদের জন্য মাত্র এক টাকায় স্যানেটারি ন্যাপকিন বিক্রি করা হবে এই ওষুধের দোকান থেকে। মালদহ ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলের একাধিক প্রকল্পের সিরাজগঞ্জ উদ্বোধন করেছেন। মালদহ ডিভিশনের অধীনেও একাধিক প্রকল্প রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য এক স্টেশন এক পণ্য, জন ঔষধি কেন্দ্র। এছাড়া উন্নয়নমূলক একাধিক কাজের সূচনা করা হয়েছে।
আরও পড়ুন: এই ৫ ব্যাঙ্ক ২ বছরের FD-তে দিচ্ছে বিরাট সুদ; দেখে নিন বিনিয়োগের আগে
এছাড়াও বিভিন্ন রোগের ওষুধ মিলবে খুব সামান্য দামে। এই ওষুধের দোকানগুলি স্টেশনে খোলাই অনেকটাই সুবিধা হবে রেল যাত্রীদের। ভার্চুয়ালি দেশের বিভিন্ন রেল প্রকল্পে ৮৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ রেল ডিভিশনেও একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করা হয়েছে। জন ঔষধি কেন্দ্র ছাড়াও মালদহ রেল ডিভিশনের একাধিক স্টেশনে এক স্টেশন এক পন্য দোকানের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও রেলের একাধিক উন্নয়নমূলক কাজের ভার্চুয়ালি এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হরষিত সিংহ