Double Your Money: অল্প খরচে স্বল্প জায়গায় শুরু করতে পারবেন, লাভ হবে খরচের দ্বিগুণ! জানলে অবাক হবেন

Last Updated:

কীভাবে করবেন এই প্রতিপালন এবং কিভাবে মুনাফা পাওয়া সম্ভব সেই বিষয়ে জেনে নিন প্রথমে।

+
title=

কোচবিহার: সাধারণভাবে হাঁস-মুরগি-গরু-ছাগল প্রতিপালন করে থাকেন অনেকেই। তবে এই সকল প্রতিপালনের জন্য বিশেষ কিছু ব্যবস্থার প্রয়োজন। এছাড়াও খাবার থেকে শুরু করে জায়গার একটি বড় সমস্যা লক্ষ্য করা যায়। তবে একেবারেই স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে অধিক মুনাফার মুখ দেখা সম্ভব এই বিশেষ প্রতি পালনের মাধ্যমে।
বিশেষ এই প্রতিপালনের নাম মৌমাছি প্রতিপালন। যা সাধারণভাবে অ‍্যাপিকালচার নামেই বিশেষ পরিচিত সকলের মাঝে। কীভাবে করবেন এই প্রতিপালন এবং কিভাবে মুনাফা পাওয়া সম্ভব সেই বিষয়ে জেনে নিন প্রথমে।
advertisement
কোচবিহারের এক মৌমাছি প্রতিপালক কৃষ্ণপদ সরকার জানান, দীর্ঘ বহু সময় আগে থেকেই তিনি এই মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত। পারিবারিকভাবে এই মৌমাছি প্রতিপালনের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। তারপর থেকে ধীরে ধীরে তাঁর ব্যবসার প্রসার ঘটান তিনি।
advertisement
প্রাথমিকভাবে এই মৌমাছি যে কোনও বাড়ি কিংবা গাছ থেকে ধরে নিয়ে এসেও প্রতিপালন করা সম্ভব। তবে যদি কেউ বাক্স সমেত কিনতে চান। তবে বাক্স প্রতি ২০০০ টাকা করে দাম পরে। তাই মৌমাছি প্রতিপালন করতে হলে কিছুটা প্রাকৃতিক উপায় এর উপর ভরসা করা উচিত।
advertisement
বছরের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফলের সম্ভার দেখতে পাওয়া যায়। মৌমাছি এই ফলের ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। তাই মধুর স্বাদও কিছুটা সেই রকমই দেখতে পাওয়া যায়।
তিনি আরও জানান, “এমনিতে বহু মানুষ বাড়িতে একটি কিংবা দুটো বাক্স রেখে এই প্রতিপালন শুরু করতে পারেন। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিপালন করতে হলে। কমপক্ষে ১০ থেকে ১২ টি বাক্সের প্রয়োজন। চাইলে কেউ স্বাভাবিকভাবে গাছের গুড়ি ব্যবহার করতে পারেন বাক্সের মতন করে। মৌমাছি প্রতিপালন করার মাধ্যমে শুধুমাত্র মধুই নয়। পাওয়া যায় আরব বিশেষ কিছু উপাদান। যেগুলির মধ্যে মোম এবং পোলেন অন্যতম। এগুলি বিক্রি করেও বেশ অনেকটা আর্থিক মুনাফা অর্জন করা সম্ভব।”
advertisement
বর্তমান সময়ে কোচবিহারের বাজারে কোচবিহারেই তৈরি খাঁটি মধু বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে। আগামী দিনে যেন আরও অনেক ব্যক্তি এই মৌমাছি প্রতিপালন করতে আগ্রহী হন। সেজন্য কৃষ্ণপদ সরকার বহু মানুষকে প্রশিক্ষণ ও দিচ্ছেন।
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Double Your Money: অল্প খরচে স্বল্প জায়গায় শুরু করতে পারবেন, লাভ হবে খরচের দ্বিগুণ! জানলে অবাক হবেন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement