মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিঃ বিভাগে বিভিন্ন পরিষেবা চালু থাকলেও বন্ধ হয়ে পড়েছিল জেনারেল ওপিডি বিভাগ। দূরদূরান্তের রোগীরা নানা সমস্যায় পড়তেন। অবশেষে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম তৈরি করা হয়েছে। আলাদা রোস্টার তৈরি করা হয়েছে। সেই রোস্টার অনুযায়ী এই বিভাগে বসবেন। রোগীদের চিকিৎসা পরিষেবা দিবেন। প্রথমে জেনারেল ওপিডি বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজন পড়লে রোগীদের নির্দিষ্ট বিভাগে পাঠানো হবে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য।
advertisement
আরও পড়ুন: চীনের রেড রস লেটুস এখন মালদহে মিলবে, চাষের সম্ভাবনা দেখাচ্ছেন জেলার কৃষক
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “কিছু কারণে বন্ধ ছিল এই চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য ভবনের নির্দেশে আমরা পুনরায় জেনারেল ওপিডি বিভাগের চিকিৎসা পরিষেবা চালু করলাম। নিয়মিত এখান থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে রোগীদের। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে টিম তৈরি করা হয়েছে। বর্হিঃ বিভাগের সাত তলায় এই বিভাগ খোলা হয়েছে।”
এই বর্হিঃ বিভাগ চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় অনেকটাই সুবিধা হবে চিকিৎসক থেকে রোগীদের। বিভিন্ন রোগ নির্ণয়ের সুবিধা হবে। সঠিক চিকিৎসা পরিষেবা মিলবে। পুরুষ ও মহিলা বিভাগ আলাদাভাবে খোলা হয়েছে। পাশাপাশি দুটি বিভাগ রয়েছে। নিয়মিত চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে।
হরষিত সিংহ