Malda News: চীনের রেড রস লেটুস এখন মালদহে মিলবে, চাষের সম্ভাবনা দেখাচ্ছেন জেলার কৃষক

Last Updated:

পরীক্ষকুলকভাবে মালদহে চাষ করেছেন ভাস্কর রাজবংশী, আগামীতে এই সবজি চাষের সম্ভাবনা রয়েছে জেলায়

+
পরিচর্যা

পরিচর্যা করছেন জমির

মালদহ: ইউটিউব ভিডিও দেখে চাষে আগ্রহ। স্থানীয় বাজারে পাওয়া যায়না বীজ। তাই অনলাইনে বীজ কিনে, তারপর ইউটিউব ভিডিও দেখে চাষের পদ্ধতি শেখেন ভাস্কর রাজবংশী। নিজের চাষের জমিতে বাঁশের কাঠামো দিয়ে তৈরি করেন গ্রিন হাউস। সেখানেই পরীক্ষামূলক ভাবে চাষ করেন রেড রোস লেটুস। বর্তমানে এই লেটুস গাছ বড় হয়েছে। মালদহে মাটিতে চীনের এই সবজি চাষ সম্ভব তা প্রমাণ করলেন পুরাতন মালদহের কৃষক ভাস্কর রাজবংশী। পুরাতন মালদহের গোয়ালপাড়ার বাসিন্দা ভাস্কর রাজবংশী। প্রথাগত চাষের পাশাপাশি তিনি নানান ধরনের সবজি চাষ করছেন বিগত কয়েক বছর ধরে। অধিকাংশ চাষ তিনি ইউটিউব দেখে শেখেন। তারপর নিজের জমিতে তা চাষ করেন। ভাস্কর রাজবংশী বলেন, অনলাইনে ইউটিউব দেখে চাষ করছি। পরীক্ষামূলক ভাবে গ্রীন হাউসে এবার প্রথম চাষ করলাম। এই সবজি চাষের সম্ভাবনা রয়েছে জেলায়। কারণ চাহিদা রয়েছে।
এমনই এক ধরনের সবজি রেড রোস লেটুস। এটি চীনের এক ধরনের সবজি। গাছের পাতা দেখতে লাল হয়। এই সবজি মূলত পিজ্জা বার্গারে ব্যবহার করা হয়। এছাড়াও রান্না করেও খাওয়া যায়। পুষ্টিগুণ রয়েছে প্রচুর তাই বর্তমানে চীনের এই সবজি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে। তবে মালদহে এতদিন এই সবজি চাষ হয়নি। এই বছর প্রথম ভাস্কর রাজবংশী তার জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন।
advertisement
advertisement
ধীরে ধীরে এই সবজির সঙ্গে মালদহবাসী পরিচিত হবে বলে তিনি জানান। এমনকি অন্যান্য কৃষকেরাও এই সবজি চাষ করতে পারবেন। মালদহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, এটি বিদেশি সবজি। এই সবজি সাধারণত পাতা খাওয়া হয়। উপকারী এই সবজি। রান্না করে ও কাঁচা অবস্থায় পিৎজা বার্গারের সঙ্গে খাওয়া হয়।
advertisement
মালদহের মাটিতে চাষ সম্ভব। এমনকি সাধারণ সবজির মতোই এই সবজি চাষ করা সম্ভব। বাড়তি কোনো খরচ বা কৃষি পদ্ধতি ব্যবহার না করেই যে কেউ চাষ করতে পারবেন। বাজারে ভাল চাহিদাও রয়েছে বর্তমানে। কারণ মালদহ শহরেও এখন বিদেশি খাবারের চাহিদা বাড়ছে।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: চীনের রেড রস লেটুস এখন মালদহে মিলবে, চাষের সম্ভাবনা দেখাচ্ছেন জেলার কৃষক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement