বর্তমানে তাঁর ছাদ বাগানে আম, পেয়ারা, লিচু, ডালিম, থাই ভ্যারাইটির জামরুল, মাল্টা, আমড়া, কাজু, চেরি, পেঁপে-সহ আরও বেশকিছু ফল গাছ রয়েছে। গাছগুলোর যত্ন নিজের সন্তানের মতো করেন। প্রথমে ফুলের গাছ দিয়ে শুরু করলেও এখন ফল বাগানেই ভরেছে ছাদ। যথাযথ পরিশ্রম করে পরিচর্যার মাধ্যমে বর্তমানে ছাদ বাগান তৈরি করেছেন। তাঁর বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির আম-সহ রকমারি ফল।
advertisement
আরও পড়ুনঃ এখানে মেঘের মধ্যেই বাস! বর্ষায় ঘুরে আসুন সিকিমের এই গ্রামে! হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা
গাছের প্রতি ভালবাসা থেকে বাড়ির ছাদেই ফলের বাগান করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে ছাদের সৌন্দর্য বৃদ্ধি করছেন তিনি। প্রায় কয়েক প্রজাতির বিভিন্ন ফলের গাছ নিয়ে সৌখিন বাড়ির ছাদে এই বাগান। ছাদের এই বাগানের উৎপাদিত ফল যেমন নিজেদের চাহিদা মেটায়, অন্যদিকে, প্রতিবেশী আত্মীয়-স্বজনের মধ্যেও বিতরণ করেন। এমনকি তাঁর এই বাগান দেখতে আশেপাশের অনেকেই আসেন।