Monsoon Weekend Trip: এখানে মেঘের মধ্যেই বাস! বর্ষায় ঘুরে আসুন সিকিমের এই গ্রামে! হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা

Last Updated:
Monsoon Weekend Trip: সুন্দরী সিংঘিকের উচ্চতা সমতল থেকে আনুমানিক ৫,১১৮ ফুট। সিংঘিক থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট সিনিয়লচুর অপূর্ব দর্শন পাওয়া যায়। বরফের চাদরে মোড়া গ্যাংটক থেকে সিংঘিকের দূরত্ব ৫৮ কিমি।
1/6
*বর্ষায় ডুয়ার্স থেকে পাহাড় সেজে ওঠে প্রকৃতির রঙে। এই রঙে মিলিয়ে যেতে চান? এক টুকরো স্বপ্নপুরীর সন্ধান পেতে চলে আসুন সিংঘিক-এ। বলাই বাহুল্য একটুকরো স্বর্গই বটে!
*বর্ষায় ডুয়ার্স থেকে পাহাড় সেজে ওঠে প্রকৃতির রঙে। এই রঙে মিলিয়ে যেতে চান? এক টুকরো স্বপ্নপুরীর সন্ধান পেতে চলে আসুন সিংঘিক-এ। বলাই বাহুল্য একটুকরো স্বর্গই বটে!
advertisement
2/6
*সুন্দরী সিংঘিকের উচ্চতা সমতল থেকে আনুমানিক ৫,১১৮ ফিট। সিংঘিক থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট সিনিয়লচুর অপূর্ব দর্শন পাওয়া যায়। বরফের চাদরে মোড়া গ্যাংটক থেকে সিংঘিকের দূরত্ব ৫৮ কিমি। ঘুমন্ত এই পাহাড়ি হ্যামলেটটিতে মূলত লেপচা সম্প্রদায়ের বাস।
*সুন্দরী সিংঘিকের উচ্চতা সমতল থেকে আনুমানিক ৫,১১৮ ফিট। সিংঘিক থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট সিনিয়লচুর অপূর্ব দর্শন পাওয়া যায়। বরফের চাদরে মোড়া গ্যাংটক থেকে সিংঘিকের দূরত্ব ৫৮ কিমি। ঘুমন্ত এই পাহাড়ি হ্যামলেটটিতে মূলত লেপচা সম্প্রদায়ের বাস।
advertisement
3/6
*লেপচাদের ঘরবাড়ি, তাঁদের ঐতিহ্য, সংস্কৃতি একেবারে কাছ থেকে পরখ করে দেখতে পাবেন সিংঘিকে দু-একদিন কাটালে। সিংঘিকের তেনসং মনেস্ট্রির স্নিগ্ধতা মন জয় করবে।
*লেপচাদের ঘরবাড়ি, তাঁদের ঐতিহ্য, সংস্কৃতি একেবারে কাছ থেকে পরখ করে দেখতে পাবেন সিংঘিকে দু-একদিন কাটালে। সিংঘিকের তেনসং মনেস্ট্রির স্নিগ্ধতা মন জয় করবে।
advertisement
4/6
*অফবিট এই গ্রামে একবার পা রাখলে সেই ভ্রমণ স্মৃতি আজীবন থেকে যাবে মনের গোপন কুঠুরিতে। টিংচিম-এর শতাব্দী প্রাচীন বুদ্ধ মন্দির এবং মার্তাম লেক আপনাকে মুগ্ধ করবেই।
*অফবিট এই গ্রামে একবার পা রাখলে সেই ভ্রমণ স্মৃতি আজীবন থেকে যাবে মনের গোপন কুঠুরিতে। টিংচিম-এর শতাব্দী প্রাচীন বুদ্ধ মন্দির এবং মার্তাম লেক আপনাকে মুগ্ধ করবেই।
advertisement
5/6
*গন্তব্যের খোঁজ তো পেলেন! এখানে যাবেন কীভাবে? নিউ জলপাইগুড়ি থেকে সিংঘিকের দূরত্ব ১৪৫ কিমি। যেতে সময় লাগে প্রায় ৬-৭ ঘণ্টা। গাড়ি ভাড়া কমবেশি ৬৫০০-৭০০০। গ্যাংটক থেকে গাড়ি ভাড়া প্রায় ৩৫০০ টাকা কম-বেশি।
*গন্তব্যের খোঁজ তো পেলেন! এখানে যাবেন কীভাবে? নিউ জলপাইগুড়ি থেকে সিংঘিকের দূরত্ব ১৪৫ কিমি। যেতে সময় লাগে প্রায় ৬-৭ ঘণ্টা। গাড়ি ভাড়া কমবেশি ৬৫০০-৭০০০। গ্যাংটক থেকে গাড়ি ভাড়া প্রায় ৩৫০০ টাকা কম-বেশি।
advertisement
6/6
*এই গ্রামে রাত্রিযাপন করতে হলে প্রতি পর্যটকের থাকা এবং খাওয়া-সহ খরচ পড়তে পারে আনুমানিক ১৮০০ টাকার মতো। বর্ষায় স্বপ্নসুন্দরীর ছোঁয়া পেতে চট করে ঘুরে আসতে পারেন এই সিংঘিক থেকে।
*এই গ্রামে রাত্রিযাপন করতে হলে প্রতি পর্যটকের থাকা এবং খাওয়া-সহ খরচ পড়তে পারে আনুমানিক ১৮০০ টাকার মতো। বর্ষায় স্বপ্নসুন্দরীর ছোঁয়া পেতে চট করে ঘুরে আসতে পারেন এই সিংঘিক থেকে।
advertisement
advertisement
advertisement