আরও পড়ুন: গান শুনে সাদা কাগজে প্রকাশ করতে হল আবেগ ও ভাবনা! আইআইটি খড়গপুরে বিশেষ আসর
এই বারুনি স্নান হল বহমান করলা নদীতে স্নান। তবে এর একটি বৈশিষ্ট্য রয়েছে। এই নদীর স্রোত উল্টো পথে বয়ে চলে। তাই এই নদী উত্তরের গঙ্গা হিসেবে পরিচিত। তবে আরও একটি বিশেষ আকর্ষণ রয়েছে এবার। এবার গঙ্গা স্নানের পাশাপাশি হবে গঙ্গা আরতি। যা এতদিন কাশী, বেনারস, কলকাতার মত গঙ্গা নদীর তীরে হতে দেখা গিয়েছে। এই প্রথম জলপাইগুড়ি জেলায় গঙ্গা আরতী তথা করলা নদীর তীরে আরতি হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই আরতি করার জন্য সুদূর কাশি থেকে পন্ডিতরা আসছেন। ডাঙাপাড়া শ্মশান কালী মন্দিরের উদ্যোগে এই আরতির প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী ৬ এপ্রিল থেকে টানা ৭ দিন চলবে এই আয়োজন। গৌরীহাট বারুণি মেলা জলপাইগুড়ি শহর তথা জেলায় খুবই বিখ্যাত ও জনপ্রিয়। ৭ দিনের ঐতিহ্যবাহী বারুনি মেলা নিয়ে এবারেও উৎসবের আমেজ এলাকাজুড়ে। জানা গিয়েছে, অতি প্রাচীনকাল থেকেই এখানে বহমান উত্তরবাহী করলা নদীর ঘাটে পবিত্র বারুণি স্নান এবং মেলার আয়োজন অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশ তিথিতে পাশ দিয়ে বয়ে যাওয়া করলা নদীর উত্তরবাহী স্রোতে পবিত্র পুণ্য স্নানে সামিল হন বহু দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। নারী পুরুষ, ছোট ছোট ছেলে মেয়ে নির্বিশেষে এই পুণ্যস্নানে অংশগ্রহণ করে। মস্তক মুণ্ডন করে পূর্বপুরুষের উদ্দেশ্যে নদীর জলে তর্পণ করেন তাঁরা।
সুরজিৎ দে