IIT Kharagpur: গান শুনে সাদা কাগজে প্রকাশ করতে হল আবেগ ও ভাবনা! আইআইটি খড়গপুরে বিশেষ আসর

Last Updated:
আইআইটি খড়গপুরে আয়োজিত হল এক ভিন্নধর্মী কর্মশালা। গান শুনে কাগজে মনের আবেগ ও ভাবনা প্রকাশের এই ওয়ার্কশপ ছুঁয়ে গেল সকলকে
1/6
শুনতে হল গান, তারপর সাদা ক্যানভাসে রং-তুলি দিয়ে নানান ভাব ফুটিয়ে তুললেন শিল্পীরা। আইআইটি খড়গপুরে এই বিশেষ কর্মশালা নজর কেড়েছে সকলের।
শুনতে হল গান, তারপর সাদা ক্যানভাসে রং-তুলি দিয়ে নানান ভাব ফুটিয়ে তুললেন শিল্পীরা। আইআইটি খড়গপুরে এই বিশেষ কর্মশালা নজর কেড়েছে সকলের।
advertisement
2/6
অ্যাকাডেমি অফ ক্লাসিকাল অ্যান্ড ফোক আর্ট, আইআইটি খড়্গপুরের উদ্যোগে মিউজিক এবং আর্ট ফিউশন কর্মশালা আয়োজন করা হয় আইআইটিতে। যা কলকাতার এ্যানথ্যালন স্কুল অফ আর্ট এবং আইআইটি খড়্গপুরের প্রাক্তনী দীপায়ন বন্দ্যোপাধ্যায়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।
অ্যাকাডেমি অফ ক্লাসিকাল অ্যান্ড ফোক আর্ট, আইআইটি খড়্গপুরের উদ্যোগে মিউজিক এবং আর্ট ফিউশন কর্মশালা আয়োজন করা হয় আইআইটিতে। যা কলকাতার এ্যানথ্যালন স্কুল অফ আর্ট এবং আইআইটি খড়্গপুরের প্রাক্তনী দীপায়ন বন্দ্যোপাধ্যায়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।
advertisement
3/6
এদিন কর্মশালায় যোগ দেওয়া শিল্পীরা সাদা ক্যানভাসে রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলেন আইআইটির ভবনকে।
এদিন কর্মশালায় যোগ দেওয়া শিল্পীরা সাদা ক্যানভাসে রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলেন আইআইটির ভবনকে।
advertisement
4/6
প্রথমে এই কর্মশালায় যোগ দেওয়া শিল্পীদের শুনতে হয় গান। এরপর নিজেদের আবেগ ও ভাবনাকে ফুটিয়ে তুলতে হয়েছে সাদা কাগজ বা ক্যানভাসে।
প্রথমে এই কর্মশালায় যোগ দেওয়া শিল্পীদের শুনতে হয় গান। এরপর নিজেদের আবেগ ও ভাবনাকে ফুটিয়ে তুলতে হয়েছে সাদা কাগজ বা ক্যানভাসে।
advertisement
5/6
এই কর্মশালা অংশগ্রহণকারীদের মানসিকতা এবং সৃজনশীল ভাবনাকে প্রকাশ করে।
এই কর্মশালা অংশগ্রহণকারীদের মানসিকতা এবং সৃজনশীল ভাবনাকে প্রকাশ করে।
advertisement
6/6
এই কর্মশালা ঘুরে দেখেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি। তিনি কথা বলেন শিল্পীদের সঙ্গে। প্রশংসা করেন তাদের সৃজনশীল ভাবনা চিন্তার।
এই কর্মশালা ঘুরে দেখেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি। তিনি কথা বলেন শিল্পীদের সঙ্গে। প্রশংসা করেন তাদের সৃজনশীল ভাবনা চিন্তার।
advertisement
advertisement
advertisement