প্রথমবারের মতো ৪৩ নম্বর ওয়ার্ডের আপার ভানুনগরের কবি ভানুভক্ত মাঠে আয়োজিত হল শ্রী সিদ্ধিবিনায়ক পুজো কমিটির গণেশ পুজো। উদ্বোধনের দিনই ভিড় সামলানো মুশকিল হয়ে ওঠে। ভেতরে ঢুকতেই দর্শনার্থীদের চোখে পড়ল বিশেষ থিম ‘অপারেশন সিঁদুর’। দেশের এক গৌরবময় অধ্যায়কে কেবল মণ্ডপের সাজসজ্জাই নয়, আবহ, আলোকসজ্জা আর প্রতীকী উপস্থাপনায় ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: পাড়ার রাস্তায় ৬ ফুটের বিষধর চন্দ্রবোড়া! উদ্ধার করে সটান থানায় হাজির যুবক! তারপর কী ঘটল জানুন
এই গণেশ পুজোর উদ্যোক্তা ডাঃ শচীন প্রসাদ বলেন, আমরা চাই দেশবাসীর কাছে দেশের এই গৌরবময় ইতিহাসকে তুলে ধরতে। পুজোর সঙ্গে দেশপ্রেমের বার্তাই আমাদের আসল উদ্দেশ্য। পুজো চলাকালীন ভোগ থেকে শুরু করে নানা সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, শহরের আরেক প্রান্তে আরও এক অনন্য উপস্থাপনা। শিলিগুড়ি এসএফ রোড ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো মণ্ডপে এই বছরের থিম পহেলগাঁও শহিদদের স্মরণে। মণ্ডপ জুড়ে সাজানো হয়েছে স্মৃতির প্রতীক, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বার্তা। উদ্যোক্তা দেবাশিস দে বললেন, জাতীয়তাবাদ আর ঐক্য-এই দুই শক্তি আমাদের প্রধান থিম। আমরা চাই মানুষ শান্তি-শৃঙ্খলার মধ্যে মিলেমিশে থাকুক।
আরও পড়ুন: নজর এড়িয়ে চলছিল মোরাম পাচার, ভূমি দফতর হানা দিতেই ঘটল এই কাণ্ড
দুটি পুজোতেই ভিড় সামলাতে প্রশাসনকেও হিমশিম খেতে হচ্ছে। গণেশ পুজো ঘিরে এইভাবে মানুষের স্রোত নামবে তা অনেকেই কল্পনা করতে পারেননি। সব মিলিয়ে দেশাত্মবোধের বার্তা ছুঁয়ে গিয়েছে সকলের মন।