নজর এড়িয়ে চলছিল মোরাম পাচার, ভূমি দফতর হানা দিতেই ঘটল এই কাণ্ড

Last Updated:

তালডাংরা থানার ভীমারডাঙা এলাকায় প্রতিনিয়ত অবৈধভাবে মোরাম চুরি করে ট্রাক্টরে করে পাচার চলত। দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে মোরাম পাচার হচ্ছিল। ফলে ওই স্থানটি ছোটো বড় নানান আকারের পুকুরে পরিণত হয়েছে। প্রশাসনের নজর এড়িয়েই একাধিক ট্রাক্টরে লোড করে রমরমিয়ে চলত এই মোরাম পাচারের কাজ

তালড্যাংরায় মোরাম পাচার
তালড্যাংরায় মোরাম পাচার
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অভিযানে অবৈধভাবে মোরাম চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ল দুটি ট্রাক্টর। তালডাংরার ঘটনা। এখানকার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটির নিচে রয়েছে মোরাম। কিন্তু সরকারি নিয়মের তোয়াক্কা না করে এক শ্রেণির অসাধু কারবারি বেআইনিভাবে সেই মোরাম পাচার করে বলে বারবার অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে অভিযান চালিয়ে এল সাফল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদল দুষ্কৃতি তালডাংরা থানার ভীমারডাঙা এলাকায় প্রতিনিয়ত অবৈধভাবে মোরাম চুরি করে ট্রাক্টরে করে পাচার করে। দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে মোরাম পাচার হচ্ছিল। ফলে ওই স্থানটি ছোটো বড় নানান পুকুরে পরিণত হয়েছে। প্রশাসনের নজর এড়িয়েই একাধিক ট্রাক্টরে লোড করে রমরমিয়ে চলত এই মোরাম পাচারের কাজ। এদিনও সরকারি নিয়মের তোয়াক্কা না করে একাধিক ট্রাক্টর বোঝাই করে মোরাম পাচার চলছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে তালডাংরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় তালডাংরা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: পাড়ার রাস্তায় ৬ ফুটের বিষধর চন্দ্রবোড়া! উদ্ধার করে সটান থানায় হাজির যুবক! তারপর কী ঘটল জানুন
এদিকে পুলিশকে আসতে দেখেই ট্রাক্টর ফেলে গা ঢাকা দেয় দুষ্কৃতিরা। ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টরকে আটক করে তুলে দেওয়া হয় তালডাংরা থানার পুলিশের হাতে। এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের স্থানীয় নেতৃত্ব ও পুলিশের মদতে এই ধরনের চুরির ঘটনা বছরের পর বছর ধরে চলে আসছিল বলে অভিযোগ করেছে বিজেপি। অন্যদিকে মোরাম চুরি আটকে ট্রাক্টর আটক করায় পুলিশ ও সরকারি আধিকারিকদের সাধুবাদ জানিয়ে বিজেপির দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নজর এড়িয়ে চলছিল মোরাম পাচার, ভূমি দফতর হানা দিতেই ঘটল এই কাণ্ড
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement